ততঞ্জলি করি প্রভু করিলেন আচমন। কর্পূর তাম্বুলে করেন মুখের সোধন।। মুখের সোধন করি সেই গৌরহরি। সঙ্কীর্ত্তনের মাঝে যেয়ে নাচে ফিরি ফিরি।। নাচেরে গৌরাঙ্গচান্দ সঙ্কীর্ত্তনের মাঝে। সোণার নূপুর রাঙ্গা চরণে বিরাজে।। বামে নাচে গদাধর দক্ষিণে মুকুন্দ। সম্মুখে নাচয়ে শ্রীনিবাস নিত্যানন্দ।। পূরবে পুরুষোত্তম পরম পণ্ডিত। দক্ষিণে দুলাল নাচে উত্তরে অদ্বৈত।। অগ্নি কোণে অভিরাম মরুতে মুরারি। ঈশানে ঈশান […]
keyboard_arrow_right