• জানিয়া কামিনি যামিনি শেষ
    জানিয়া কামিনি যামিনি শেষ। জাগব সখি সভে করব নিদেশ।। ললিতা বিশাখা ঘুমায়ব সখি সঙ্গে। সবহুঁ চরণ সম্বাহব রঙ্গে।। হরি হরি কবহুঁ শ্রীচরণ সম্বাই। কনকমঞ্জরি-মুখ হেরব জাগাই।। ঘুমল সখিগণে জাগব শয়নে। কর্পূর তাম্বুল দেয়ব বদনে।। বিরচিব সিন্দুর কাজর বেশ। বসন পিন্ধায়ব বান্ধব কেশ।। তনু অনুলেপব চন্দন-গন্ধ। পুনহি পরায়ব কাঁচলি-বন্ধ।। আরতি করব হেরব মুখ-চন্দ। টূটব চিরদিন বিরহক […] keyboard_arrow_right
  • জানিল গোঠেরে আজি যাবে নীলমণি
    জানিল গোঠেরে আজি যাবে নীলমণি। মনের সাধে করে বেশ যশোদা রোহিণী।। কপালে রচিঞা দিল চন্দনের রেখা। চূড়াটি বান্ধিঞা দিল ময়ূরের পাখা।। শ্যাম অঙ্গে বিরাজিত ধাতু প্রবাল। ঝলমল করে মণি-মুকুতার মাল।। কাছিঞা পরাএ পীত ধটি কটি মাঝে। দুগাছি নূপুর দিল চরণে-পঙ্কজে।। না চলিতে চুএ ঘাম শ্রীমুখ-কমলে। পুন পুন মোছে রাণী নেতের আঁচলে।। বলরাম দাস কহে রাম […] keyboard_arrow_right
  • জান্যা শুন্যা কৃষ্ণ-পদ না করে ভাবনা
    জান্যা শুন্যা কৃষ্ণ-পদ না করে ভাবনা। পুনঃ পুন পায় সেই গর্ভের যন্ত্রণা।। একবার জনময়ে আর বার মরে। তথাপিও হরি-পদ ভজন না করে।। থাকিয়া মায়ের গর্ভে পায় নানা বেথা। তখন পড়য়ে মনে শত জন্মের কথা।। ঊর্দ্ধ-পদে হেট-মাথে রহয়ে বন্ধনে। বিপদ-সময়ে তখন কৃষ্ণ পড়ে মনে।। জন্ম-মাত্র পড়ে মহামায়ার বন্ধনে। ভজিতে কৃষ্ণের পদ না পড়য়ে মনে।। শতেক বৎসর […] keyboard_arrow_right
  • ঝঙ্করু বন ভরি মধুকর মধুকরি
    ঝঙ্করু বন ভরি মধুকর মধুকরি কূজই কোকিল-বৃন্দ। শুনি তনু মোরি গোরি পুন শূতলি মুদি রহু নয়ন-অরবিন্দ।। জাগইরে মোর প্রাণ-পিয়ারি। রজনি পোহায়ল গুরুজন জাগল ননদিনি দেয়ব গারি।। জটিলা শাশু আসু ভরি রোয়ই খোজই যামুন-তীর। শারিক বচনে চমকি ধনি উঠইতে ঢুলি ঢুলি পড়ই অথীর।। চললি চিয়াওল তুরিতহি সখিগণ জাগল অভরণ-বোলে। বলরাম হেরি জগাই উঠায়ল দুহুঁ তনু ঝাঁপি […] keyboard_arrow_right
  • ঠাকুর গৌরাঙ্গ নাচে নদীয়া নগরে
    ঠাকুর গৌরাঙ্গ নাচে নদীয়া নগরে। শুনিয়া ত্রিবিধ লোক না রহিল ঘরে।। হেম-মণি-আভরণ শ্রীঅঙ্গেতে সাজে। চন্দনে লেপিত অঙ্গ ভাণ্ডবিন্দু মাঝে।। চাঁদে চন্দনে কিবা সুমেরু ভূষিত। মালতীর মালে গলদেশ অলঙ্কৃত।। আগে নাচে অদ্বৈত যার লাগি অবতার। বাহিরে গৌরাঙ্গ নাচে আনন্দ সবার।। নাচিতে নাচিতে গোরা যেনা দিগে যায়। লাখে লাখে দীপ জ্বলে কেহ হরি গায়।। কুলবধূ সকল ছাড়িয়া […] keyboard_arrow_right
  • ততঞ্জলি করি প্রভু করিলেন আচমন
    ততঞ্জলি করি প্রভু করিলেন আচমন। কর্পূর তাম্বুলে করেন মুখের সোধন।। মুখের সোধন করি সেই গৌরহরি। সঙ্কীর্ত্তনের মাঝে যেয়ে নাচে ফিরি ফিরি।। নাচেরে গৌরাঙ্গচান্দ সঙ্কীর্ত্তনের মাঝে। সোণার নূপুর রাঙ্গা চরণে বিরাজে।। বামে নাচে গদাধর দক্ষিণে মুকুন্দ। সম্মুখে নাচয়ে শ্রীনিবাস নিত্যানন্দ।। পূরবে পুরুষোত্তম পরম পণ্ডিত। দক্ষিণে দুলাল নাচে উত্তরে অদ্বৈত।। অগ্নি কোণে অভিরাম মরুতে মুরারি। ঈশানে ঈশান […] keyboard_arrow_right
  • তুমি মোর নিধি রাই তুমি মোর নিধি
    তুমি মোর নিধি রাই তুমি মোর নিধি। না জানি কি দিয়া তোমা নিরমিল বিধি।। বসিয়া দিবস রাতি অনিমিখ-আঁখি। কোটি-কলপ যদি নিরবধি দেখি।। তভু তিরপিত নহে এ দুই নয়ান। জাগিতে তোমারে দেখি স্বপন সমান।। নীরস দরপণ দূরে পরিহরি। কি ছার কমলের ফুল বটেক না করি।। ছি ছি কি শরদের চাঁদ ভিতরে কালিমা। কি দিয়া করিব তোমার […] keyboard_arrow_right
  • তেজ সখি কানু-আগমন-আশ
    তেজ সখি কানু-আগমন-আশ। যামিনী শেষ ভেল সবহুঁ নৈরাশ।। তাম্বুল চন্দন গন্ধ উপহার। দূরহিঁ ডারহ যামুন পার।। কিশলয় শেজ মণি-মানিক মাল। জল মাহা ডারহ সবহুঁ জঞ্জাল।। অব কি করব সখি কহ না উপায়। কানু বিনু জিউ কাহে নাহি বাহিরায়।। ধিক ধিক রে বিধি তোহারি বিধান। এহেন রজনি মোহে বঞ্চল কান।। শুনইতে ঐছন রাইক ভাষ। দ্রুত চলি […] keyboard_arrow_right
  • তোমরা কে বট ধনি পরিচয় দেহ আগে জানি
    তোমরা কে বট ধনি পরিচয় দেহ আগে জানি। এ হেন বিনোদ সাজে কোথা যাবে কোন কাজে বল বল বলগো তা শুনি।। কমল বদনখানি চরণ কমল জিনি কমল লোচনী কমলিনি। জীবন যৌবন ভরা তাহে মাথে পসরা হাঁটিয়া এসেছ ধন্য মানি।। এনা বেশে কিবা আশে যাইবা কাহার বাসে বিজয় করিয়া বিনোদিনি। মোর ভাগ্যে হেন হবে নায়ে পদ […] keyboard_arrow_right
  • দধি-মন্থ-ধ্বনি শুনইতে নীলমণি
    দধি-মন্থ-ধ্বনি শুনইতে নীলমণি আওল সঙ্গে বলরাম। যশোমতী হেরি মুখ পাওল মরমে সুখ চুম্বয়ে চান্দ-বয়ান।। কহে শুন যাদুমণি তোরে দিব ক্ষীর-ননী খাইয়া নাচহ মোর আগে। নবনী-লোভিত হরি মায়ের বদন হেরি কর পাতি নবনীত মাগে।। রাণা দিল পূরি কর খাইতে রঙ্গিমাধব অতি সুশোভিত ভেল তায়। খাইতে খাইতে নাচে কটিতে কিঙ্কিণী বাজে হেরি হরষিত ভেল মায়।। নন্দ-দুলাল নাচে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ