• চান্দ-বদনি ধনি করু অভিসার
    চান্দ-বদনি ধনি করু অভিসার। নব নব রঙ্গিণি রসের পসার।। মধু-ঋতু রজনি উজোরল চন্দ। সুমলয়-পবন বহয়ে মৃদু মন্দ।। কর্পূর চন্দন অঙ্গে বিরাজ। অবিরত কঙ্কণ কিঙ্কিণি বাজ।। নূপুর চরণে বাজয়ে রুণুঝুনু। মদন বিজই বাম হাতে ফুল-ধনু।। বৃন্দা-বিপিনে ভেটল শ্যাম রায়। কোকিল মধুকর পঞ্চম গায়।। ধনি-মুখ হেরি মুগধ ভেল কান। বৈঠল তরুতলে দুহুঁ এক ঠাম।। পূরল দুহুঁক মরম […] keyboard_arrow_right
  • চামর-ডামরি শ্যামরি কবরি
    চামর-ডামরি শ্যামরি কবরি নিবিড়-তিমির রাতি। ফণি-মণিগণ ভূষণ ঐছন উয়ল উড়ুক পাঁতি।। কস্তুরি চন্দন ভ্রমরি মকরি- পত্রক চিত্রক লেখ। ললাটে সিন্দুর অনঙ্গ-মন্দির সিমন্তে সিন্দুর-রেখ।। কুন্তল-বলিকা মলিকা-কলিকা অলকাবলকা শোভে। মদন-মাদন মনহি উদিত মদন-কদন ক্ষোভে।। রতন-রচন বেণি সুশোভন কুসুম ঠামহি ঠাম। জনু পসারল অতনু মাতল করি-কর অনুপাম।। চন্দন-বিন্দু পুণিম-ইন্দু সিন্দুর-মিহির পাশে। অলকা ভুখিল রাহু বিয়াকুল ধরত ফিরত আশে।। […] keyboard_arrow_right
  • চির দিনে মীলল রাইক পাশ
    চির দিনে মীলল রাইক পাশ। উঠই না পারই বিরহ-হুতাশ।। বাম পাণি দেই দখিণ শরীরে। চেতন হোয়ল হাতক ভারে।। আঁখি মেলি হেরইতে উঠই না পার নাগর লেয়ল কোরে আপনার।। বিরহিণি বামে করি বৈঠল কান। বিরহিণি মানল স্বপন সমান।। পূরল যতহুঁ-মরম অভিলাষ। কছু নাহি বুঝল বলরাম দাস।। keyboard_arrow_right
  • চীর নিরাখি চম-কই ঘন পুলকিত
    চীর নিরাখি চম- কই ঘন পুলকিত কাজরে কাঁপই কান। হেরইতে সিন্দুর লোরে সিনাওল কি করব বেশ-বনান।। সখি হে সো অব মঝু মন ঝুর। নিয়ড়হি গোরি নাহ ভেল ঐছন না জানি কি হোত বিদূর।। কাঁচলি-নামাহি ধৈরজ তেজল মনহি গহিন উনমাদ। উচ-কুচ-কোরক পরশি বনাওত কীয়ে করব পরমাদ।। কিয়ে বিহি রাই- প্রেম দেই নিরমিল রসময় নাগর কান। কনক […] keyboard_arrow_right
  • ছাড়িয়া ঘরের আশ করিব সে বনবাস
    ছাড়িয়া ঘরের আশ করিব সে বনবাস এই চিতে দঢ়াইলুঁসার। রাতি দিবসে হাম হিয়ার উপরে থোব না করিব আর আঁখির আড়।। সই তোমারেই কহিয়ে মরম। জাতি ভাসাইলুঁ কুলে তিলাঞ্জলি দিলুঁ ঘুচাইলুঁ ধরম-করম।। শাশুড়ী-ননদী-ডরে নিশ্বাস না ছাড়ি ঘরে এই দুখে হেন সাধ করে। অঙ্গের উপর অঙ্গ থুইয়া চাঁন্দমুখ নিরখিয়া মনের কথাটি কব তারে।। নয়ানে না দেখে আন […] keyboard_arrow_right
  • ছাড়ে ছাড়ুক পতি কি ঘর-বসতি
    ছাড়ে ছাড়ুক পতি কি ঘর-বসতি কিবা বা করিবে বাপ মায়। জাতি জীবন ধন এ রূপ যৌবন নিছনি ফেলিব শ্যাম-পায়।। কহিলুঁ নিদান আর না রহে প্রাণ শ্যাম সুনাগর বিনে। কুলের ধরম ভরম সরম ভাগিল এতেক দিনে।। সমুখে রাখিয়া নয়ানে দেখিমু লইয়া থাকিমু চৌখে চৌখে। হার করিয়া গলায় গাঁথিয়া লইয়া থাকিমু বুকে।। চিতে উঠে যত বেশ করি […] keyboard_arrow_right
  • ছিলা জীব বাল্যকালে আচ্ছন্ন অজ্ঞানজালে
    ছিলা জীব বাল্যকালে আচ্ছন্ন অজ্ঞানজালে না জানিতা উত্তর দক্ষিণ। পৌগণ্ডেতে হাতে খড়ি বিদ্যা লাগি দৌড়াদড়ি হরি না ভজিলা একদিন।। কিশোর বয়সকালে বিদ্যামদে মত্ত ছিলে তর্কশাস্ত্রে হইলা পণ্ডিত। তর্করূপ মায়াজালে বাঁধা পৈলা হাতে গলে চরম না ভাবিলা কিঞ্চিত।। যৌবনে কামের বশে মজিলা কামিনী-রসে নষ্ট কৈল কামিনী-কাঞ্চনে। উপজিল দুরমতি কামে ধনে গেল মতি সুমতি না লভিলা কখনে।। […] keyboard_arrow_right
  • জনম উরধ মুখ তব ধরি বাম
    জনম উরধ মুখ তব ধরি বাম। হিয়া মাহা উপজিলেন হিয় ঠাম।। অগরজ কণ্ঠদেশ করি বোধ। বদন রাজপর সাজল যোধ।। এ সখি মঝু মনে লাগল ধন্দ। কুচ যুগই ভুজহু তহু বন্ধ।। চড়ি উচ দুরপনয়ন যুগ লাগি। সো ডর করণ-কুহরে চলু ভাগি।। ইথি ভয় মাঝ হোত অতি ছিন। ছাপাই তহি জনি কোই না চিন।। নিজ বলে জিতল […] keyboard_arrow_right
  • জয়তি জয় বৃষ-ভানু-নন্দিনি
    জয়তি জয় বৃষ- ভানু-নন্দিনি শ্যাম-মোহিনি রাধিকে। বেনি লম্বিত যৈছে ফণি-মণি বেঢ়ল মালতি-মালিকে।। শরদ-বিধুবর ও মুখ-মণ্ডল ভালে সিন্দুর-বিন্দু যে। ভাঙু গঞ্জিত জিনিয়া কাম-ধেনু চিবুকে মৃগমদ-বিন্দু যে।। গরুড়-চঞ্চু জিনি নাসা সুবলনি তাহে শোহে গজমোতি যে। রাতা-উতপল অধর যুগল দশন মোতিক পাঁতি যে।। হৃদয় ঊপর শোহে কুচযুগ লাজে চকোরিণি ভোর রে। নাভি-সরোবরে লোম-ভুজগিনি বিহরে কুচ-গিরি-কোর রে।। কণ্ঠে শোভিত […] keyboard_arrow_right
  • জানলি কানু গোপতে পরিহারল
    জানলি কানু গোপতে পরিহারল কাতর-লোচন-ওরে। ললিতা ছল করি রাইক করে ধরি ডারলি নাহক কোরে।। হরি হরি সব সহচরিগণ মেলি। কিশলয়-শয়ন-তলে দুহু বৈঠব বিলসব রসময় কেলি।। বুঝিয়া বিশাখা সখি আনন্দে মাতলি মাঝহি বচন-বেয়াজে। কর ধরি ধনি-মুখ-বসন উঘাড়ল চুম্বই নাগর-রাজে।। চিত্রা বান্ধলি দুহুঁক পটাঞ্চলে কহলি গেহ চলু বালা। চলইতে রাই উঠই নাহি পারই হেরি হাসয়ে সখি-মালা।। ধনি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ