চামর-ডামরি শ্যামরি কবরি নিবিড়-তিমির রাতি। ফণি-মণিগণ ভূষণ ঐছন উয়ল উড়ুক পাঁতি।। কস্তুরি চন্দন ভ্রমরি মকরি- পত্রক চিত্রক লেখ। ললাটে সিন্দুর অনঙ্গ-মন্দির সিমন্তে সিন্দুর-রেখ।। কুন্তল-বলিকা মলিকা-কলিকা অলকাবলকা শোভে। মদন-মাদন মনহি উদিত মদন-কদন ক্ষোভে।। রতন-রচন বেণি সুশোভন কুসুম ঠামহি ঠাম। জনু পসারল অতনু মাতল করি-কর অনুপাম।। চন্দন-বিন্দু পুণিম-ইন্দু সিন্দুর-মিহির পাশে। অলকা ভুখিল রাহু বিয়াকুল ধরত ফিরত আশে।। […]
keyboard_arrow_right