• কে যাবে মথুরাপুর কার লাগি পাব
    কে যাবে মথুরাপুর কার লাগি পাব। এ সব দুখের কথা লিখিয়া পাঠাব।। হাথ কলম করি নয়ন করি দোত। কলিজা কাগজ করি লিখি চাঁদ-মুখ।। কেহু ত না কহে রে আওব তোর পিয়া। কত না রাখিব চিত নিবারণ দিয়া।। দেখিলা যতেক দুখ কহিয় বন্ধুরে। পুছিয় তাহারে মোরে মনে নাকি করে।। কহিবা দুখের কথা বিরলে পাইয়া। ধরিবা চরণে […] keyboard_arrow_right
  • কোথা হতে এলে তুমি কোথায় তোমার ঘর
    কোথা হতে এলে তুমি কোথায় তোমার ঘর। কিসের পসরা তোমার মাথার উপর।। হেন ধনী কমলিনী কোথাকে গমন। মুনি জনার ধ্যান ভাঙ্গে দেখে ও চরণ।। না যাইও না যাইও ধনী বৈস তরুতলে। আইস কাছে বাজে পাছে চরণ কমলে।। চাঁচর চিকুরে বেণী দোলিছে কোমরে। ফণির ভরমে বেণী গিলিবে ময়ূরে।। করি কুম্ভ জিনি তার কুচ যুগ গিরি। গজের […] keyboard_arrow_right
  • কোথাকারে যাও রাধে আমারে ছাড়িয়ে
    কোথাকারে যাও রাধে আমারে ছাড়িয়ে। হইয়াছি পথের দানী তোমার লাগিয়ে।। ব্রহ্মা আদি দেব যত না পায় ধেয়ানে। সো হরি মিনতি করে নাহি শুন কাণে।। তোমার লাগিয়া হাম বৃন্দাবন কৈল। তুয়া গুণ গাইবারে মুরলী শিখিল।। বিরলে পাইয়াছি নাগল না দিব ছাড়িয়া। বলরাম দাসে কয় উলসিত হৈয়া।। keyboard_arrow_right
  • কোথায় আছিল গোরা এমন সুন্দর
    কোথায় আছিল গোরা এমন সুন্দর। ও রূপে মুগধ কৈল নদীয়া নগর।। বান্ধিয়া চিকণ কেশ দিয়া নানা ফুলে। রঙ্গণ মালতী যূথী বান্ধুলী বকুলে।। মধু-লোভে মধুকর তাহে কত উড়ে। ও রূপ দেখিতে প্রাণ নাহি রহে ধড়ে।। মণি-মুকুতার হার ঝলমল বুকে। প্রতি অঙ্গে আভরণ বিজুরী চমকে।। কুঙ্কুম লেপিত অঙ্গ চন্দন মিশালে। আজানুলম্বিত ভুজ বনমালা গলে।। মন্থর চলনি গতি […] keyboard_arrow_right
  • কোন বনে গিয়াছিলে ওরে রাম কানু
    কোন বনে গিয়াছিলে ওরে রাম কানু আজি কেন চান্দ-মুখের শুনি নাই বেণু।। ক্ষীর সর ননী দিলাম আঁচলে বান্ধিয়া। বুঝি কিছু খাও নাই শুখাঞাছে হিয়া।। মলিন হৈয়াছে মুখ রবির কিরণে। না জানি ফিরিলা কোন গহন কাননে।। নব তৃণাঙ্কুর কত ভুকিল চরণে। এক-দিঠি হৈয়া রাণী চাহে চরণ পানে।। না বুঝি ধাইয়াছ কত ধেনুর পাছে। এ দাস বলাই […] keyboard_arrow_right
  • খোজিত ফিরতি জননি যশোমতি
    খোজিত ফিরতি জননি যশোমতি আওল কুঞ্জ-কুটীর। শুনইতে দক্ষ বিচক্ষণ-ভাষণ চমকিত গোকুল-বীর।। হরি হরি অব দুহু ঘুমক লাগি। কোরে আগোরি ছরম-ভরে শুতলি রতি-রসে যামিনি জাগি।। রতি-রসে অবশ-কলেবর নাগর উঠত থোরহি থোর। প্রাণ-পিয়ারি নেহারি বদন পুন ভোরি রহল তছু কোর।। রাই-বদন ঘন চুম্বই সাদরে কাতর-হৃদয় মুরারি। নয়নক নীরহি শয়ন ভিগায়ই হেরি বলরাম বলিহারি।। keyboard_arrow_right
  • গজেন্দ্র-গমনে যায় সকরুণ-দিঠে চায়
    গজেন্দ্র-গমনে যায় সকরুণ-দিঠে চায় পদ-ভরে মহী টলমল। মত্ত-সিংহ জিনি কম্পমান মেদিনী পাষণ্ডীগণ শুনিয়া বিকল।। আওত অবধৌত করুণার সিন্ধু। প্রেমে গরগর মন করে হরি-সংকীর্ত্তন পতিত-পাবন দীন-বন্ধু।। হুঙ্কার করিয়া চলে অচল সচল নড়ে প্রেমে ভাসে অমর-সমাজে। সহচরগণ সঙ্গে বিবিধ খেলন-রঙ্গে অলখিতে করে সব কাজে।। শেষ-শায়ী সঙ্কর্ষণ অবতারী নারায়ণ যার অংশ-কলায় গণন। কৃপা-সিন্ধু ভক্তি-দাতা জগতের হিত-কর্ত্তা সেই রাম […] keyboard_arrow_right
  • গোঠে আমি যাব মা গো গোঠে আমি যাব
    গোঠে আমি যাব মা গো গোঠে আমি যাব। শ্রীদাম সুদাম সঙ্গে বাছুরি চরাব।। চূড়া বান্ধি দে গো মা মুরলী দে মোর হাতে। আমার লাগিয়া শ্রীদাম দাঁড়াইয়া রাজপথে।। পীতধড়া দে গো মা গলায় দেহ মালা। মনে পড়ি গেল মোর কদম্বের তলা।। শুনিয়া গোপালের কথা মাতা যশোমতী। সাজায় বিবিধ বেশে মনের আরতি।। অঙ্গে বিভূষিত কৈল রতন-ভূষণ। কটিতে […] keyboard_arrow_right
  • গোপালে সাজাইতে নন্দরাণী না পারিল
    গোপালে সাজাইতে নন্দরাণী না পারিল। যতনে কানাই-চূড়া বলাই বান্ধিল।। অঙ্গদ বলয়া হার শোভিয়াছে ভাল। শ্রবণে কুণ্ডল দোলে গলে গুঞ্জাহার।। পীত ধড়া আঁটিয়া পরায় কটি-তটে। বেত্র মুরলী হাতে শিঙ্গা দোলে পিঠে।। ললাটে তিলক দিল শ্রীদাম আসিয়া। নূপুর পরায় রাঙ্গা চরণ ধরিয়া।। বলরাম দাসে বোলে কান্দিতে কান্দিতে। অমনি রহিল রাণী বদন হেরিতে।। keyboard_arrow_right
  • গোপীগণ-কুচ-কুঙ্কুমে রঞ্জিত
    গোপীগণ-কুচ- কুঙ্কুমে রঞ্জিত অরুণ বসন শোভে অঙ্গে। কাঞ্চন-নিন্দিত কান্তি কলেবর রাই পরশ-রস-রঙ্গে।। দেখ দেখ অপরূপ গৌর-বিলাস। লাখ যুবতি-রতি যো গুরু লম্পট সো অব করল সন্ন্যাস।। যো ব্রজ-বধুগণ দৃঢ় ভূজ-বন্ধন অবিরত রহত অগোর। সো তনু পুলকে পুরিত অব ঢর ঢর নয়নে গলয়ে প্রেম-লোর।। যো নটবর ঘন- শ্যাম-কলেবর বৃন্দা-বিপিন-বিহারী। কহয়ে বলরাম নটবর সো অব অকিঞ্চন ঘরে ঘরে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ