• কি কহব বঁধুর পিরীতি
    কি কহব বঁধুর পিরীতি। নিরুপম সকলি কি রীতি।। আপনা না জানে আমা পিয়ে। রাখে মোরে হিয়ায় পুরিয়ে।। সদায় বচন নিরখয়। তবু আঁখি তিরপিত নয় বচন শুনিতে সাধ কত। রহে যেন সেবকের মত।। আলতা পরায় মোর পায়। আপনার নাম লেখে তায়।। বলরাম দাসে কহে সার। শ্যাম বঁধু রসের পাথার।। keyboard_arrow_right
  • কি বা সে মোহন-বেশ ভুলাইলে সব দেশ
    কি বা সে মোহন-বেশ ভুলাইলে সব দেশ না রহে সতীর সতীপনা। ভরমে দেখিলে তারে জনম ভরিয়া গো ঝুরিয়া মরয়ে কত জনা।। সই হাম কি করিলুঁ কেনে বা সে বাঢ়াইলুঁ কি শেল হানিল জানি বুকে। জাতি কুল শীলে সই বজর পড়িল গো কালারূপ দেখি চৌখে চৌখে।। কিবা সে নয়ান-বাণ হিয়ায় হানিল গো গরল ভরিয়া রৈল বুকে। […] keyboard_arrow_right
  • কিনা রূপ কিবা বেশ ভাবিতে পাঁজর শেষ
    কিনা রূপ কিবা বেশ ভাবিতে পাঁজর শেষ পাপ-চিতে পাসরিতে নারি। কিবা যশ অপযশ কিবা মোর গৃহ বাস এক-তিল না দেখিলে মরি।। সই কতদিনে পুরিবেক সাধ। সাধিমু সকল সিধি পরসন্ন হবে বিধি তার সনে হবে পরিবাদ।। কুল ছাড়ে কুলবতী সতী ছাড়ে নিজ পতি সে যদি নয়ান-কোণে চায়। জাতি কুল জীবন এ রূপ যৌবন নিছিয়া পেলিলুঁ তার […] keyboard_arrow_right
  • কিবা রাতি কিবা দিন কিছুই না জানি
    কিবা রাতি কিবা দিন কিছুই না জানি। জাগিতে স্বপনে দেখি কালা রূপখানি।। আপনার নাম মোর নাহি পড়ে মনে। পরাণ হরিলে রাঙ্গা নয়ন-নাচনে।। কি খেনে দেখিলাম সই নাগর-শেখর। আঁখি ঝরে মন কাঁদে পরাণ ফাঁফর।। সহজে মুরতি খানি বড়ই মধুর। মরমে পশিয়া সে ধরম কৈলে চূর।। আর তাহে কত কত ধরে বৈদগধি। কুলেতে যতন করে কোন বা […] keyboard_arrow_right
  • কিবা সে কহিব বঁধুর পিরিতি
    কিবা সে কহিব বঁধুর পিরিতি তুলনা দিব যে কিসে। সমুখে রাখিয়া মুখ নিরখয়ে পরাণ অধিক বাসে।। আপনার হাতে পান সাজাইয়া মোর মুখ ভরি দেয়। মোর মুখে দিয়া আদর করিয়া মুখে মুখ দিয়া নেয়।। মরোঁ মরোঁ সই বঁধুর বালাই লৈয়া। না জানি কেমনে আছয়ে এখনে মোরে কাছে না দেখিয়া।। করতলে ঘন বদন মাজই বসন করয়ে দূর। […] keyboard_arrow_right
  • কিশোর বয়স কত বৈদগধি ঠাম
    কিশোর বয়স কত বৈদগধি ঠাম। মূরতি মরকত অভিনব কাম।। প্রতি অঙ্গ কোন বিধি নিরমিল কিসে। দেখিতে দেখিতে কত অমিয়া বরিষে।। মলুঁ মলুঁ কিবা রূপ দেখিনু স্বপনে। খাইতে শুইতে মোর লাগিয়াছে মনে।। অরুণ অধর মৃদু মন্দ মন্দ হাসে। চঞ্চল নয়ন-কোণে জাতিকুল নাশে।। দেখিয়া বিদরে বুক দুটি ভুরু-ভঙ্গী। আই আই কোথা ছিল সে নাগর রঙ্গী।। মন্থর চলন […] keyboard_arrow_right
  • কুসুম-ভরে নব পল্লব দোল
    কুসুম-ভরে নব পল্লব দোল। মধু পিবি মধুকরি মধুকর রোল।। তাহে নব কোকিল পঞ্চম গায়। দুহুঁ জন আরতি চন্দন-বায়।। পুনমিক রাতি মোহন ঋতু-রাজ। বৈদগধি বিদগধ মিলল সমাজ।। নাহ নীলমণি বরণ সুঠাম। রাই মুকুর কাঞ্চন দশবান।। দোঁহে দোঁহা হেরইতে দুহুঁ ভেল ভোরি। রাই ভেল শ্যাম শ্যাম ভেল গোরি।। আলিঙ্গন করইতে উপজল হাস। ও রুপ বলিহারি বলরাম দাস।। keyboard_arrow_right
  • কুসুমে খচিত রতনে রচিত
    কুসুমে খচিত রতনে রচিত চিকণ চিকুর-বন্ধ। মধুতে মুগধ সৌরভে লুবধ খুবধ মধুপ বৃন্দ।। ললাট-ফলক পটীর তিলক কুটিল অলকা সাজে। তাণ্ডবে পণ্ডিত কুণ্ডলে মণ্ডিত গণ্ড-মণ্ডল রাজে।। ও রূপ দেখিয়া সতী কুলবতী ছাড়ল কুলের লাজ। ধরম করম সরম ভরম মাথাতে পড়িল বাজ।। অপাঙ্গ-ইঙ্গিতে ভাঙর ভঙ্গিতে অনঙ্গ-রঙ্গিত সঙ্গ। মদন-কদন হোয়ল সদন জগত-যুবতি-অঙ্গ।। অধর বন্ধুক মাধ্বীক-অধিক আধ মধুর হাসি। […] keyboard_arrow_right
  • কে মোরে মিলাঞা দিবে সো চাঁদ-বয়ান
    কে মোরে মিলাঞা দিবে সো চাঁদ-বয়ান। আঁখি তিরপিত হবে জুড়াবে পরাণ।। কাল-রাতি না পোহায় কত জাগিব বসিয়া। গুণ শুনি প্রাণ কান্দে না যায় পাতিয়া।। উঠি বসি করি কত পোহাইব রাতি। না যায় কঠিন প্রাণ ছার নারী জাতি।। ধন জন যৌবন দোসর বন্ধুজন। পিয়া বিনু শূন্য ভেল এ তিন ভুবন।। আজু যদি না দেখিলাম গো চান্দবয়ান। […] keyboard_arrow_right
  • কে যাবে কে যাবে বলি ডাকে উচ্চৈস্বরে
    কে যাবে কে যাবে বলি ডাকে উচ্চৈস্বরে। দধি দুগ্ধ ঘৃত ঘোল বিকি বেচিবারে।। সাজায়ে পসরা রাই দিল দাসীর মাথে। চলিল মথুরার বিকে বড়ায়ে সাথে।। পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ। অন্তরে উপজিল প্রেম তরঙ্গ।। নবীন প্রেমের ভরে চলিতে না পারে। চঞ্চল হরিণী যেন দিগ নেহারে।। বলরাম দাসে কহে শুন বিনোদিনি। গমন বিলম্ব কর পথে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ