কলিযুগ-মত্ত-মতঙ্গজ-মরদনে কুমতি-করিণি দুর গেল। পামর দুরগত নাম-মোতি শত- দাম কণ্ঠ ভরি দেল।। অপরুপ গৌর বিরাজ। শ্রীনবদ্বীপ-নগর-গিরি-কন্দরে ঊয়ল কেশরি-রাজ।। সংকীর্ত্তন-রণ হুঙ্কৃতি শুনইতে দুরিত দীপি-গণ ভাগি। ভয়ে আকুল অণিমাদি মৃগীকুল পুণবত গরব তেয়াগি।। ত্যাগ যাগ যম তিরিথি বরত সম শশ জম্বুকি জরি যাতি। বলরাম দাস কহ অতয়ে সে জগমাহ হরি-ধনি শবদ খেয়াতি।।
keyboard_arrow_right