একে সে মোহন যমুনা-কূল আরে সে কেলি-কদম্ব-মূল আরে সে বিবিধ ফুটল-ফুল আরে সে শারদ-যামিনি। ভ্রমরা ভ্রমরি করত রাব পিকু কুহু কুহু করত গাব সঙ্গিনি রঙ্গিণি মধুর বোলনি বিবিধ রাগ গায়নি। বয়স কিশোর মোহন ঠাম নিরখি মুরছি পড়ত কাম সজল-জলদ-শ্যাম-ধাম পিয়ল বসন দামিনি। শাঙল ধবল কালি গোরি বিবিধ বসন বনি কিশোরি নাচত গায়ত রস-বিভোরি সবহুঁ বরজ-কামিনি। […]
keyboard_arrow_right