আরে মোর আরে মোর নিত্যানন্দ রায়। মথিয়া সকল তন্ত্র হরি নাম মহামন্ত্র করে ধরি জীবরে বুঝায়ে।। অচ্যূত-অগ্রজ নাম ভুবনেতে অনুপাম সুরধুনী তীরে কৈল থানা। হাট করি পরিবন্ধ রাজা হৈলা নিত্যানন্দ পাষণ্ড দলন বীরবানা।। পসারি শ্রীবিশ্বম্ভর সঙ্গে লয়ে গদাধর আচার্য্য চতুরে বিকিকিনি। গৌরীদাস হাসি হাসি রাজার নিকটে বসি হাটের মহিমা কিছু শুনি।। পাত্র রামাই লৈয়া রাজ […]
keyboard_arrow_right