ভাবের আবেশে বহু সীতাপতি মোর পহুঁ যোগাসনে বসিয়া আছিলা। হঠাৎ কি ভাব মনে হুহুঙ্কার গরজনে অকস্মাৎ উঠি দাঁড়াইলা।। আনিয়াছি আনিয়াছি অবনীমণ্ডলী। জগত তারিবে যেই নদীয়া উদয় সেই ইহা বলি নাচে বাহু তুলি।। তাঁহার উদণ্ড নৃত্যে ভূকম্পন হইল মর্ত্ত্যে ধরণী ধরিতে নারে ভার। শান্তিপুরনাথ সঙ্গে নরনারী নাচে রঙ্গে যেন ভেল আনন্দ-বাজার।। অদ্বৈতের হুহুঙ্কারে সপ্ত সর্গ ভেদ […]
keyboard_arrow_right