নাচত গৌর সুনাগর-মণিয়া। খঞ্জন-গঞ্জন পদযুগ-রঞ্জন রণরণি মঞ্জির মঞ্জুল-ধ্বনিয়া।। সহজই কাঞ্চন-কাঁতি কলেবর হেরইতে জগ-জন-মন-মোহনিয়া। তহি কত কোটি মদন-মন মুরছল অরুণ-কিরণ কিয়ে অম্বর বনিয়া।। ডগ মগ দেহ থেহ নাহি বান্ধই দুহুঁ দিঠি-মেহ সঘনে বরিখণিয়া। প্রেমক সায়রে ভুবন মজাওই লোচন-কোণে করুণ নিরখণিয়া।। ও রসে ভোর ওর নাহি পায়ই পতিত কোরে ধরি ভুবন বিয়াপি। কহ বলরাম লম্ফ ঘন হুঙ্কৃতি […]
keyboard_arrow_right