• নন্দ-দুলাল বাছা যশোদা-দুলাল
    নন্দ-দুলাল বাছা যশোদা-দুলাল। এতক্ষণ মাঠে থাকে কাহার ছাওয়াল।। রতন-প্রদীপ লৈয়া আইলা নন্দরাণী। এক দিঠে দেখে রাঙ্গা চরণ দুখানি।। নেতের-আঁচলে রাণী মোছে হাত পা। তোমার মুখের নিছনি লৈয়া মরি যাউক মা।। কহে বলরাম নন্দরাণী কুতূহলে। কত লক্ষ চুম্ব দেই বদন-কমলে।। keyboard_arrow_right
  • নন্দ-সুত হেরি যশোমতী রোহিণী
    নন্দ-সুত হেরি যশোমতী রোহিণী আনন্দ করত বাধাই। হেরিয়া গোপগণ সভে আনন্দিত মন নন্দমহলে ধায়াধাই।। কোথা গেল নন্দরাজ পড়িল মানস কাজ দেখসিয়া পুত্রের বদন। নীল বরণ শশী উদয় করিল আসি দেখি কর সফল জীবন।। এত বলি নন্দরাণী সুতিকা দুয়ারে আনি দেখাইছে সভারে ডাকিয়া। আনন্দে মাতিল কায় শুনি যত গোপ ধায় আশীর্ব্বাদে দুবাহু তুলিয়া।। কেহ বা আনন্দচিতে […] keyboard_arrow_right
  • নন্দরাণি যাহ গো ভবনে
    নন্দরাণি যাহ গো ভবনে। তোমার গোপাল আনি দিব বেলি অবসানে।। লৈয়া যাছি তোমার গোপাল রাখিব বসাইয়া। আমরা ফিরাব ধেনু চাঁদ-মুখ চাইয়া।। লৈয়া যাইতে তোমার গোপাল পাই বড় সুখ। বেণুতে ফিরায় ধেনু এ বড় কৌতুক।। যে দিন যেবা মনে করি কানাই তাহা জানে। খুধা লাগিলে অন্ন কোথা হৈতে আনে।। এক দিন দাবানলে মরিতাম পুড়িয়া। তাহাতে রাখিল […] keyboard_arrow_right
  • নব অনুরাগে ঘরে রহই না পারি
    নব অনুরাগে ঘরে রহই না পারি। গুরুজন-পথ ধনি করত নেহারি।। গুরুজন পরিজন সভে নিন্দ গেল। দেখি ধনি অতি উতকণ্ঠিত ভেল।। বিছুরল আপনক বেশ বনান। সখিগণ সঞে তব করল পয়ান।। পুনমিক চান্দ জিনিয়া মুখ-জোতি। ঝলমল করু তনু কতয়ে মণিমোতি।। থলকমল-দল চরণ সঞ্চার। নব অনুরাগে কত আরতি বিথার।। আয়ল মদন-কুঞ্জ গৃহ মাঝ। না হেরল তাহি বরজ-যুবরাজ।। বৈঠলি […] keyboard_arrow_right
  • নব অনুরাগে মিলল দুহুঁ কুঞ্জে
    নব অনুরাগে মিলল দুহুঁ কুঞ্জে। আবেশে কহয়ে ধনি রস পরিপুঞ্জে।। বন্ধু কি আর বলিব তোরে। তোমা বিনে দেখি মুঞি সব অন্ধকারে।। পেয়েছি তোমারে বন্ধু না ছাড়িব আর। যে বলু সে বলু মোরে লোকে দুরাচার।। এক তিল না দেখিলে মরমেতে মরি। শেজ বিছাইয়া কান্দি জাগিয়ে সর্ব্বরী।। হিয়ার মাঝারে থুব বসন ঝাঁপিয়া। বলরাম কহে রাই দঢ় কর […] keyboard_arrow_right
  • নবদ্বীপ-গগনে উয়ল দিন রাতি
    নবদ্বীপ-গগনে উয়ল দিন রাতি। ঘন-রসে সেচল থির-চর জাতি।। দেখ দেখ গৌর জলদ-অবতার। বরিখয়ে প্রেম-অমিয়া অনিবার।। তব ধরি জগ ভরি দুরদিন ডোর। হরি-রসে ডগমগ জগ-জন ভোর।। নাচত উনমত ভকত-ময়ূর। অভকত-ভেক রোয়ত জলে বূ্র।। ভকতি-লতা তিন ভুবনে বেয়াপ। উত্তম অধম প্রেম-ফল পাব।। কীর্ত্তন-কুলিশে যোগ-বন জারি। জ্ঞান সেও-ঘন-গরজে বিদারি।। চিত-বিল-নিকষিল করম-ভুজঙ্গ। নিরসল কলি-মদ-দহন-তরঙ্গ।। তাপিত-চাতক তিরপিত ভেল। দশ দিশ […] keyboard_arrow_right
  • নয়ান-কোণের বাণে হিয়ায় হানিলে রে
    নয়ান-কোণের বাণে হিয়ায় হানিলে রে সেই হইল পিঠের পার। জ্বালিয়া তিন কোণের খড়,দিলুঁ ও সুখের মুখে তবে আমার দুখের নাহি পার।। রসের আবেশে অঙ্গ মোড়া দিয়া হাসিয়া কথাটি কয়। কত ভঙ্গিমায় ও ভুরু নাচায় তাতে কি পারণ রয়।। বাঁশীর ফুকে বুকের ভিতরে ফুটিয়া আগুন জ্বলে। মধুর বচনে হিয়ার হিলোলে পরাণ-পুতলী দোলে।। হিয়া জর জর পরাণ […] keyboard_arrow_right
  • নয়ানে নয়ানে থাকে রাতি দিনে
    নয়ানে নয়ানে থাকে রাতি দিনে দেখিতে দেখিতে ধান্দে। চিবুক ধরিয়া মুখানি তুলিয়া দেখিয়া দেখিয়া কান্দে।। সই কি ছার পরাণ ধরি। কি তার আরতি কি সে পিরিতি জীতে কি পাসরিতে পারি।। নিশ্বাস ছাড়িতে গুণে পরমাদে কাতর হইয়া পুছে। বালাই লইয়া মো মরোঁ বলিয়া আপনা দিয়া কত কি নিছে।। না জানি কি সুখে দাড়াঞা সমুখে যোড় হাতে […] keyboard_arrow_right
  • নাগর বলয়ে ডাকি এই সে করিব
    নাগর বলয়ে ডাকি এই সে করিব। রাই সঙ্গে একে একে ফাগুয়া খেলাব।। তোমরা সভাই থাক রাই দেহ রণ। কে হারে কে জিনে তবে দেখিব যেমন।। ললিতা বলেন শুন ওহে বনমালী। রণেতে হারিলে কাড়ি লইব মুরলী।। নাগর বলয়ে ভাল ওই বোল তবে। তোমরা হারিলে মোরে কোন ধন দিবে।। হাসিয়া বলেন শুন রাধা সুধামুখী। থাকুক বড়াই তোমার […] keyboard_arrow_right
  • নাগর সখী-কর শিরোপর দেল
    নাগর সখী-কর শিরোপর দেল। কহইতে বচন অধির ভৈ গেল।। বদন হেরিয়া বুঝল সখী-বাণী। কহিল রমনীমণি হাম দিব আনি।। কানু আশোয়াশে করল পয়ান। চলল যুবতি করল অনুমান।। হাসি হেরি রাইক করল সম্ভাষ। কিয়ে লাগি সখী গমন মঝু পাশ।। বলরাম দাস কহে তোমার আরতি। যৌবন রতন দেহ কানায়ের প্রীতি।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ