নয়ান-কোণের বাণে হিয়ায় হানিলে রে সেই হইল পিঠের পার। জ্বালিয়া তিন কোণের খড়,দিলুঁ ও সুখের মুখে তবে আমার দুখের নাহি পার।। রসের আবেশে অঙ্গ মোড়া দিয়া হাসিয়া কথাটি কয়। কত ভঙ্গিমায় ও ভুরু নাচায় তাতে কি পারণ রয়।। বাঁশীর ফুকে বুকের ভিতরে ফুটিয়া আগুন জ্বলে। মধুর বচনে হিয়ার হিলোলে পরাণ-পুতলী দোলে।। হিয়া জর জর পরাণ […]
keyboard_arrow_right