দলিত-নলিন-সম মলিন বদন-ছবি অধরহি খণ্ড বিখণ্ড। মীটল উজ্জ্বল চন্দন কজ্জল মরদল অরকত গণ্ড।। এ সখি তুহুঁ অতি নিকরুণ-দেহ হিয় চক্রী কুচ-ভর দেই মরদলি শিরিষ-কুসুম-তনু এহ।। নিল-উতপল-দল-কোমল উর-থল ফারলি নখ-শর হানি। ইথে অতি বেদন মুদি রহু লোচন কিয়ে ভেল গদ গদ বাণী।। মনমথ-ভূপতি-ভীত নাহি মানলি সখিগণ গৌরব ছোড়ি। চিত্রা-বচনে লাজে ধনি নত-মুখি হেরি বলরাম সুখে ভোরি।।
keyboard_arrow_right