তুঙ্গ মণি মন্দিরে ঘন বিজুরি সঞ্চরে মেহ রুচি বসনপরিধানা। যত যুবতি মণ্ডলী পন্থমাঝ পেখলি কোই নহ রাইক সমানা।। অতএ বিহি তোহারি সুখ লাগি। রূপ গুণ সায়রি সৃজিল ইহ নায়রি ধনিরে ধনি ধন্য তুয়া ভাগি।। দিবস অরু যামিনী রাই অনুরাগিণী তোহারি হৃদি মাঝ রহু জাগি। নিমেষে নব নৌতুনা সুবেশা মৃগ লোচনা অতএ তুঁহু উহারি অনুরাগী।। রতন […]
keyboard_arrow_right