জয় সাধু-শিরোমণি সনাতন রূপ। যো দুহুঁ প্রেম-ভকতি-রস-ভূপ।। শ্রীরাধাকৃষ্ণ-ভজনকে লাগি। শ্রীবৃন্দাবন-ধামে বৈরাগী।। শ্রীগোপাল ভট্ট যুগ-রঘুনাথ। মীলল সকল ভকতগণ সাথ।। সভে মেলি প্রেম ভকতি পরচারি। যুগল ভজন-ঘন জগতে বিথারি।। অনুখণ গৌরচন্দ্র-গুণ গান। ভোরল প্রেমে ওর নাহি পান।। কতিহুঁ না হেরিয়ে ঐছে উদাস। মনোহর সদত চরণে করু আশ।।
keyboard_arrow_right