উরজ উঠল জনু বদরি। করে জনি ঝাঁপহ সগরি।। পরবোধি পরশিহ থোরে। কমলিনী করিবরকোর।। মাধব তুয়া পায়ে সোঁপলু গোরি। তুহুঁ বিদগধবর এহ রস থোরি।। সাচল নবনীক পুতলি। অরুণকিরণে জনু সূতলি।। সরস না হয় ভরমে চান্দ আরোপল জলধর ঠামে।। সহজী সহজে কর করমে। ধরম রাখি যদি রাখয়ে ধরমে।। বৈদগধি দূতী বিচারে। জ্ঞানসাস কহ এহ রসসারে।।
keyboard_arrow_right