• ধীরে ধীরে বাড়াও এ মেঘ আঁধার রাত্রি
    ধীরে ধীরে বাড়াও এ মেঘ আঁধার রাত্রি বাঘের বড় ভয়। তুমি বন্ধু আসিবে করি মোর মনে লয়। এ মেঘ আধার রাত্রি ভুজঙ্গিনী চরএ নবীন জলের মৎস্য ধরিতে নামএ। এতো রাত্রি আইলা বন্ধু লইয়া যাও মোরে। পন্থেতে বাঁন্ধিয়া ভাত যোগাইম তোমারে। এতরাত্রি আইলা বন্ধু শয্যা নাহি মোরপাটি মোরে যদি দয়া থাকে শয্যা করমাটি। সৈয়দ মর্তুজা কহে […] keyboard_arrow_right
  • না জানি ওরে গুণনিধি তুয়া বিনে
    না জানি ওরে গুণনিধি তুয়া বিনে আর নাহি জানি। ধু (কানু) মাঠে থাকে ধেনু রাখে গলে দোলে মালা। তুমি ত সুন্দর রাধে কানু কেনে কালা। হাতে শঙ্খ কানে সোনা পরি মোহন শাড়ী। * * * বলিও বন্ধুর আগে জীবন উপায় চান্দমুখ দরশনে নয়ান জুড়ায়। সৈয়দ মর্তুজা কহে অকূল পাথার। নদীয়া কিনারে থাকি বন্ধু না জানম […] keyboard_arrow_right
  • নাগর জাএ রে রাধার মন্দিরে
    নাগর জাএ রে রাধার মন্দিরে নাগর জাএ রে। ধু পিআ রাধা বুলিআ বিনাইআ বাঁশী বাহে রে। গজবর কুসুমিত চরণেতি সাজে। রাঙ্গা চরণে সোণার নপুর না চলিতে বাজে। ছৈঅদ মর্তুজা কহে শুন লো রমণি। কি সোকে (সুখে ?) রৈআছ ঘরে শুনি বাঁশীর ধ্বনি। keyboard_arrow_right
  • পার কর পার কর মোরে
    পার কর পার কর মোরে নাইয়া কানাই। কানাই মোরে পার কর রে।। ধু ঘাটের ঘাটিয়াল কানাই পান্থের চৌকিদার। নয়ালি যৌবন দিমু খেয়ার পাই পার।। হইল হাটের বেলা না হৈল বিকিকিনি। মাথার উপরে দেখ আইল দিনমণি।। সৈয়দ মর্তুজা কহে রাধে গোপালিনী। কানাইয়ার বাজারে নষ্ট যত গোয়ালিনী।। keyboard_arrow_right
  • প্রাণি হরি নিল কানাইয়া
    প্রাণি হরি নিল কানাইয়া । ধু ঘটেত না রহে মনে সদাই করে উচাটন কি দিয়া রাখিমু মন মানাইয়া। কালিয়া কালিনীর কুলে দাণ্ডাই আছে তরু মূলে কত রূপ ধরি বেশ বানাইয়া। সৈয়দ মর্তুজা কহে তেজ রাধে লাজ ভয়ে ঘরে যাও কানুর মন মানাইয়া। keyboard_arrow_right
  • বন্ধু আমার কালিয়া সোনা
    বন্ধু আমার কালিয়া সোনা। স্বপনে পাইলাম বন্ধু করিয়া কামনা।। ধু স্বপনে বন্ধুয়াসনে দরশন ভেল। উলটি পাশ না দিতে বন্ধু কোন দেশে গেল।। যথাতথা যাওবন্ধু আসিও সকালে। তিলেক বিলম্ব হৈলে বন্ধু ঝাম্প দিব জলে।। আমি ভাবি বন্ধু বন্ধু, বন্ধু ভাবে ভিন্। বন্ধের কি দোষ দিব আপনা কুদিন।। বন্ধুয়া বন্ধুয়া মোর গোপতের পতি। পাষাণে নিশান রৈল তুই […] keyboard_arrow_right
  • বন্ধু ভাবে জাগিতে চাপিল কাল ঘুমে
    বন্ধু ভাবে জাগিতে চাপিল কাল ঘুমে। ধু ধরিয়া মোহন বেশ মন্দিরে কানু পরবেশ বিনোদিনী সুতি আছে সিংহাসনে। ঘুমের আলসে রাই নিদ্রাতে চৈতন্য নাই কোরে কানু রাধা নাহি জানে। অধরে অধর দিয়া শ্রুতিমূলে কথা কৈয়া শুন রে রমণী ধনি রাই। অঙ্গের সৌরভ পাইয়া গাওখাানি মোড়া দিয়া উঠে রাধে চান্দ মুখ চাই। শুনিয়াছি রাধিকা রাই গোকুলে বসতি […] keyboard_arrow_right
  • বন্ধু মোরে ছুঁইওনা ছুঁইওনা রে
    বন্ধু মোরে ছুঁইওনা ছুঁইওনা রে নন্দের ঘরের কালা কানু রে মোরে ছুঁইও না । ধু কদম তলে থাক কানুরে কদম পুষ্প চাইয়া। প্রাণ হরিয়া নিলা শ্যামে বাঁশিটি বাজাইয়া । কদম তলে থাক কানুরে বাজাও মোহন বাঁশি বাঁশির স্বরে খসি পড়ে কাঁখের কলসী। রাজপন্থে থাক কানুরে করো বাটোয়ারি। ছাড়ি দেও নেতের অঞ্চল বন্ধু ভাঙ্গিব গাগরি। মাঠে […] keyboard_arrow_right
  • বিনোদ আমার বাড়িতে আয়
    বিনোদ আমার বাড়িতে আয় আমার বাড়িত আইলে বিনোদ জাতি নাহি যায়। ধু হাড়ি দিমু বাসন দিমু বিনোদ বাড়ীর বেগুন সরু ধানের চাউল দিমু বিনোদ করিও রাঁধন।। শালিয়া ধানের টাউল দিমু বিসমালি ধানের খই আমার বাড়ি ত আইলে দিমু মিষ্ট ভাণ্ড দই।। সৈয়দ মর্তুজা কহে মনেতে ভাবিয়া মন ঝুরে তন পোড়ে ঐ কালার লাগিয়া।। keyboard_arrow_right
  • ভজ সখি নন্দকিশোর কেলি কলা রসে ভোর
    ভজ সখি নন্দকিশোর, কেলি কলা রসে ভোর। ধু গগনে গরজে মেহু শিখরে ময়ূর। আমারে ছাড়িয়া প্রিয় রৈলা মধুপুর।। অন্ন নাহি খায় সখি আন নাহি ভায়। আঁখির পলকে সখি নিশি না পোহায়।। বন্ধুরে পুছিও সখি জীবনের উপায়। চান্দমুখ দরশনে সখি নয়ান জুড়ায়।। সৈয়দ মর্তুজা কহে সখি অকূল পাথার। নদীয়ার কিনারে ঝুরি না জানি সাঁতার।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ