মুর্শিদবাণী সত্যজানি, জপরে নাম নিরলে, দমকলে, প্রাণবন্ধের কৃপা নি মিলে। ধু তিন তারে চালায়ে খবর, ছয় থানাতে নজর কর, পঞ্চঘরে হীরা লাল গাঁথুনী, কিরে হায় হায় হায়। ওগো বিন্দুবারি স্নান করি, রূপ-সিন্ধুর মিশ গে জলে। (দমকলে) জপ নাম শক্ত মনে, নিশিকাল অবসানে, দিন রজনী ঐ চরণের আশে, কিরে হায় হায় হায়, ওগো নিরানন্দে রাখে তোমায়, […]
keyboard_arrow_right