প্রাণ কাঁদে প্রাণ বন্ধের লাগিয়ে, দিবা নিশি ঝুরে মনে বসিয়ে । নিকুঞ্জ মন্দিরে থাকি, যেমন পিঞ্জরের পাখী গো, ও গো, দুধ-ছানা সাক্ষাতে আছে, প্রাণত গেছে চলিয়ে। শিকল পাখীর মত মন, সদায় করে উচাটন গো, ওগো, শত শত তীরের ফল, হৃদে আছে বিন্ধিয়ে। নাই আশা নাই ভরসা, পিঞ্জরে সদায় বাসা গো, ওগো, কোন কলে যমুনায় যাব, […]
keyboard_arrow_right