• কোথা কানাই গেলি রে প্রাণের ভাই
    কোথা কানাই গেলি রে প্রাণের ভাই। একবার এসে দেখা দে রে প্রাণ জুড়াই।। শোকে তোর পিতা নন্দ কেঁদে কেঁদে হল অন্ধ আরও সবে নিরানন্দ ধেনু গাই।। কি দোষে গেলি তুই রে আমাদের সব অনাথ ক’রে, দয়ামায়া তোর শরীরে কিছুই নাই।। পশুপক্ষী নর আদি নিরানন্দ নিরবধি। লালন শুনে ছিদাম উক্তি বলে তাই।। keyboard_arrow_right
  • কোথা গেলি রে কানাই
    কোথা গেলি রে কানাই । সকল বুন খুঁজিয়ে তোরে নাগাল পাইনে ভাই।। বনে আজ হারিয়ে তোরে গৃহে যাব কেমন করে। কি বলব মা যশোদারে ভাবনা হ’ল তাই।। মনের ভাব বুঝিতে নারি কি ভাবের ভাব তোমারি। খেলতে খেলতে দেশান্তরী ভাব তো দেখতে পাই।। আজ বুঝি গোচারণ-খেলা খেলনি না রে নন্দলালা। লালন বলে, চরণ খেলা তলা পাইনে […] keyboard_arrow_right
  • কোন্ রসে প্রেম সেধে হরি
    কোন্ রসে প্রেম সেধে হরি গৌর বর্ণ হলো সে। না জেনে সে প্রেমের অর্থ প্রেম যাজন কবে হয় কিসে।। প্রভুর যে মত ঐ মত সার আর যত সব যায় ছারখার। আমি তাইতে ঘুরি কিবা করি ব্রজের পথ না পাই দিশে। অনেকে কয় অনেক মতে ঐক্য হয় না মনের সাথে। ও সে ব্রজতত্ত্ব পরম অর্থ, ফিরি […] keyboard_arrow_right
  • গুরু কি হবে আমার গতি কতই
    গুরু কি হবে আমার গতি কতই জেনে কতই শুনে ঠিক হ’লো না মন কোন প্রতি।। যাত্রা ভঙ্গ যার নাম শুনে, সেই বনের পশু হনুমানে, আছে নিষ্ঠাগুণ তার রামচরণে, সাধুর খাতায় সুখ্যাতি।। মুচির কোঠায় গঙ্গা এল, কলার ডাগুর সর্প হ’লো। সকলি ভক্তির বল, আমার নেই সে শক্তি।। মেঘপানে চাকতের ধ্যান, অন্য জল সে করে না পান, […] keyboard_arrow_right
  • গুরু দেখায় গৌর তাই দেখি কি গুরু দেখি
    গুরু দেখায় গৌর তাই দেখি কি গুরু দেখি। গৌর দেখতে গুরু হারাই কোন রূপে দেই আঁখি।। গুরু গৌর রহিল দুই ঠাঁই কিরূপে একরূপ করি তাই। এক নিরূপণ না হলে মন সকল হবে ফাঁকি।। প্রবর্তের নাই কোন ঠিকানা সিদ্ধি হবে কি সে হবে সাধনা। মিছে সদায় সাধু হাটায় নাম পড়াই সাধ কি।। একরাজ্যে হ’লে দুজনা রাজা […] keyboard_arrow_right
  • গুরু বলে ধরো পাড়ি মন হুঁস থাইকো
    গুরু বলে ধরো পাড়ি মন হুঁস থাইকো ও নদীর উজান বাঁকে। ও নদীর মাঝখানে বসি আছে এক মেয়ে রাক্ষসী ও তার সুখসন্তান বেশী, ও মালের জাহাজ পাইলে পরে রে ও সে যে মাল লুটে নেয় চুমকে ও নদীর উজান বাঁকে। ও নদীর তিন ধারে তিনজন ব্রহ্মা বিষ্ণু তিলোচন পাহারা দিচ্ছে সর্বক্ষণ। ও নদীর বান ডাকিলে […] keyboard_arrow_right
  • গুরু দোহাই তোমার মনকে আমার লও গো সুপথে
    গুরু, দোহাই তোমার, মনকে আমার লও গো সুপথে। তোমার দয়া বিনে তোমায় সাধবো কি মতে।। তুমি যারে হও গো সদয়, সে তোমারে সাধনে পায় ; বিবাদী তার স্ববশে রয় তোমার কৃপাতে।। যন্ত্রেতে যন্ত্রী যেমন যেমন বাজায় বাজে তেমন। তেমনি যন্ত্র আমার মন, বোল তোমার হাতে।। জগাই মাধাই দস্যু ছিল, তারে গুরুর কৃপা হ’ল। অধীন লালন […] keyboard_arrow_right
  • গোপাল আর গোষ্ঠে যাবে না
    গোপাল আর গোষ্ঠে যাবে না। যারে যা বলাই তোরাই সবে যা।। কু-স্বপন দেখেছি সে যে গোপাল যেন হারিয়েছে। বনে বনে ফিরছি কেঁদে খুঁজে পেলাম না।। অভাগিনীর আর কেহ নাই সবে মাত্র একা কানাই। সে ধন হারা হই রে বলাই, কিসের ঘরকন্না।। বনে আছে অসূরের ভয়, কখন, যেন কি দশা হয়। দিবা-রেতে তাইতে সদায় সন্দ ঘোচে […] keyboard_arrow_right
  • গোপালকে আজ মারলি গো মা কেমন পরাণে
    গোপালকে আজ মারলি গো মা কেমন পরাণে। সে কি সামান্য ছেলে মা তাই ভাবলি মনে।। দেবের দুর্লভ গোপাল চেনে না যার ফেরের কপাল। ওমা যে চরণ আশায় শ্মশানবাসী হয় দেবের দেব শিব পঞ্চাননে।। একদিন যার ধেনু হ’রে, নিলেন ব্রহ্মা পাতালপুরে। তাইতে ব্রহ্মা দোষী হয় সবায় জানতে পায় তুমি জান না এই বৃন্দাবনে।। যোগীন্দ্র মণীন্দ্র আদি […] keyboard_arrow_right
  • গোল ক’রো না ও নাগরী
    গোল ক’রো না ও নাগরী, গোল ক’রো না গো। দেখি দেখি ঠাউরে দেখি কেমন গৌরাঙ্গ।। সাধু কি ও যাদুকর এসেছে এই নদেপুরী। খাটবে না হেথা জারিজুরি তাই কি ভেবেছো ।। বেদ-পুরাণে কয় সমাচার, কলিতে আর নাই অবতার। তবে সে কয় সেই গিরিধর এসেছে দেখো।। বেদে যা নাই তাই যদি হয়, পুঁথি পড়ে কে মরতে যায়। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ