গুরু কি হবে আমার গতি কতই জেনে কতই শুনে ঠিক হ’লো না মন কোন প্রতি।। যাত্রা ভঙ্গ যার নাম শুনে, সেই বনের পশু হনুমানে, আছে নিষ্ঠাগুণ তার রামচরণে, সাধুর খাতায় সুখ্যাতি।। মুচির কোঠায় গঙ্গা এল, কলার ডাগুর সর্প হ’লো। সকলি ভক্তির বল, আমার নেই সে শক্তি।। মেঘপানে চাকতের ধ্যান, অন্য জল সে করে না পান, […]
keyboard_arrow_right