কৃষ্ণ বিনে তেষ্টা-ত্যাগী, ভবে সেই বটে গো শুদ্ধ অনুরাগী।। মেঘের জল বৈ চাতক যেমন অন্য জল করে না গ্রহণ, তেমনি কৃষ্ণভক্ত জন একান্ত কোট মনে কৃষ্ণের লাগি’।। স্বর্গেরও সুখ নাহি চায় সে, মিশিতে না চায় সাযুজ্যে, ও তার ভাবে বুঝায় পষ্ট কেবল সেই কৃষ্ণসুখের সুখী।। কৃষ্ণ প্রেম যার মনে, তার বিক্রম সে-ই তা জানে, অধীন […]
keyboard_arrow_right