• কি বলিস গো তোরা আজ আমারে
    কি বলিস গো তোরা আজ আমারে। চাঁদ গৌরাঙ্গ ভুজঙ্গ ফণী দংশিল যার হৃদয় মাঝারে।। গৌররূপের কাল যারে দংশয় সে ধাত কি বোঝে ওঝায় বিষ ক্ষণেক জ্বলে, ক্ষণেক সাজায়, ধন্বন্তরি ঔষধ যায় গো ফিরে।। আমি ভুলবো না ভুলবো না বলি, কটাক্ষেতে অমনি ভুলি, আমার জ্ঞান পরশ যায় সকলি ব্রহ্মমন্ত্রে ঝাড়িলে না সারে।। যদি মেলে রসিক সুজন […] keyboard_arrow_right
  • কি ভাব নিমাই তোর অন্তর
    কি ভাব নিমাই তোর অন্তর। মা বলিয়ে চক্ষের দেখা তাতে তি তোর ধর্ম যায় রে।। কল্পতরু হও রে যদি তবু মা বাপ গুরু নিধি এ গুরু ছাড়িতে বিধি কে তোরে দিয়েছে হাঁ রে।। আগে যদি জানলে ইহা তবে কেন করলে বিয়া এখন সে বিষ্ণুপ্রিয়া কেমনে রাখিব ঘরে।। নদীয়ার ভাবের কথা অধীন লালন কি জানে তা […] keyboard_arrow_right
  • কি রূপ সাধনের বলে অধর ধরা যায়
    কি রূপ সাধনের বলে অধর ধরা যায়। নিগূঢ় সন্ধান জেনে শুনে সাধন করতে হয়। পঞ্চতত্ত্ব সাধন করে পেত যদি সে চাঁদেরে (হে) তবে বৈরাগীরা কেনে আঁচলা গুছড়ি টানে কুলের বাহির হয় সে চরণ বাঞ্ছায়।। বৈষ্ণবের ভজনে ভাল তাই বলিয়ে ভক্তি ছিল (হে) তাতে ব্রহ্মজ্ঞানী যারা সদায় বলে তারা শক্তি বৈষ্ণবের নাই স্বয়ং পরিচয়।। শুনি ব্রহ্মজ্ঞানীর […] keyboard_arrow_right
  • কি সাধনে আমি পাই গো তারে
    কি সাধনে আমি পাই গো তারে। ও সে ব্রহ্মাবিষ্ণু ধ্যানে পায় না যারে। স্বর্ণ শিখর যার নির্জন গোফা স্বরূপে সে তো চন্দ্রের আভা ও সে আভা চাই, হাতে নাহি পাই, কেমনে সে রূপ যায় গো সরে।। তিন রসের সাধন করো, রূপ স্বরূপের তত্ত্ব ধরো, লালন কয় তবে যদি পারো প্রাণ জুড়াতে সে রূপ হেরে। keyboard_arrow_right
  • কৃষ্ণ প্রেম করব বলে ঘুরে বেড়াই
    কৃষ্ণ প্রেম করব বলে ঘুরে বেড়াই জনম ভরে সে প্রেম করবে বলে ষোল খানা–এক রতির সাধ মিটল না রে। যেমন চণ্ডীদাস আর রজকিনী হয়, তারা এক মরণে দুইজন মরে–সাধু লোকে কয়। আবার চণ্ডীদাস মরিয়া গেলে রজকিনী বাঁচায় তারে। যার যে আছ, যায় তার কাছে লালন কয়, আমার দিন তো যায় কাঁদিতে। keyboard_arrow_right
  • কৃষ্ণ পদ্মেরি কথা করোরে দিশে
    কৃষ্ণ পদ্মেরি কথা করোরে দিশে। রাধা কান্তি পদ্মের উদয় হয় মাসে মাসে।। না জেনে সেই যোগ নিরূপণ, রসিক নাম ধরা সে কেমন। অসময়ে চাষ করলে তখন কৃষি হয় কিসে।। সামান্য বিচার কর বিশ্বাস লইয়ে ধর। অমূল্য ফল পেতে পার তাহে অনায়াসে।। শুনতে নাই আন্দাজী কথা বর্তমানে জান হেথা। লালন কয়, সে জন্মলতা দেখরে কিসে।। keyboard_arrow_right
  • কৃষ্ণ বিনে তেষ্টা-ত্যাগী
    কৃষ্ণ বিনে তেষ্টা-ত্যাগী, ভবে সেই বটে গো শুদ্ধ অনুরাগী।। মেঘের জল বৈ চাতক যেমন অন্য জল করে না গ্রহণ, তেমনি কৃষ্ণভক্ত জন একান্ত কোট মনে কৃষ্ণের লাগি’।। স্বর্গেরও সুখ নাহি চায় সে, মিশিতে না চায় সাযুজ্যে, ও তার ভাবে বুঝায় পষ্ট কেবল সেই কৃষ্ণসুখের সুখী।। কৃষ্ণ প্রেম যার মনে, তার বিক্রম সে-ই তা জানে, অধীন […] keyboard_arrow_right
  • কে আজ কৌপীন পরালে তোরে
    কে আজ কৌপীন পরালে তোরে। তার তি দয়ামায়া কিছুই নাই অন্তরে।। একা পুত্র তুই রে নিমাই অভাগিনীর আর কেহ নাই। কি দোষে আমায় ছেড়ে রে নিমাই ফকির হলি এমন বয়সে রে।। মনে হহাই ছিল তোরি হ’বি রে পথের ভিখারী। তবে কেন বিয়ে কল্লি পরের মেয়ে কেমনে আজ আমি রাখবো ঘরে।। ত্যজ্য করে মাতাপিতা কি ধর্ম […] keyboard_arrow_right
  • কে বোঝে সেই কৃষ্ণের অপার লীলে
    কে বোঝে সেই কৃষ্ণের অপার লীলে। তিনি তিলার্ধ নাই ব্রজ ছাড়া , কে তবে মথুরায় রাজা হ’লে।। কৃষ্ণ রাধা ছাড়া তিলার্ধ না ভারত পুরাণে তাই কয়। তবে ধনি কেন দুর্জয় বিচ্ছেদ এ জগতে জানালে।। সবে বলে অটল হরি সে কেন হয় দণ্ডধারী কিসের অভাব তারি, ঐ ভাবনা ভেবে ঠিক না মেলে।। নিগম খবর জানা গেল […] keyboard_arrow_right
  • কেন চাঁদের জন্য চাঁদ কাঁদে রে
    কেন চাঁদের জন্য চাঁদ কাঁদে রে, এই লীলের অন্ত পাইনে রে।। দেখে শুনে ভাবছি বসে মনে কই কারে।। আমরা দেখে ঐ গোঁরাচাঁদ, ধরবো বলে পেতেছি ফাঁদ। আবার কোন্‌ চাঁদেতে এ চাঁদেরো মন হরে।। জীবেরো কি ভুল দিতে সবায় গৌঁরচাঁদ আর চাঁদের কথা কয়। পাইনে এবার কি ভাব উদায় অন্তরে।। এ চাঁদে সে চাঁদ করে ভাবনা […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ