ওরে, মন আমার গেল জানা। কারো রবে না ধন জীবন-যৌবন, তবে রে কেন এত বাসনা।। একবার সবুরের দেশে বও দেখি দম ক’ষে, উঠিস না রে ভেসে পেয়ে যাতনা।। যে করিল কালার চরণেরি আশা জান না রে ও মন, তাহার কি দশা, ভক্ত বলি রাজা ছিল, রাজত্ব তার নিল বামনরূপে প্রভু করে ছলনা।। কর্ণ রাজা ভবে […]
keyboard_arrow_right