• ও যারে দেইখা নয়ন ভুইলা গেছে
    ও যারে দেইখা নয়ন ভুইলা গেছে প্রাণ দেওয়ার কি বাকি আছে। ও দয়াল অমায় কান্দাও পথে পথে, ও তোমার কানতে হবে ভক্তের সাথে।। আবার জগাই মাধাই পাপী ছিল তাকে প্রভু দয়া হইল, কত লোভী পাপী তইরা গেল তাই লালন বল্‌তেছে। keyboard_arrow_right
  • ও সে প্রেম করা কি কথারি কথা
    ও সে প্রেম করা কি কথারি কথা। প্রেমে মজে হরির হ’লো গলায়ে কেতা। এক দিন রাধে মান করিয়ে, ছিলেন ধনি শ্যাম তেজিয়ে, মানের দায়ে শ্যাম যোগী হয়ে, মুড়ালে মাথা।।; আরেক প্রেমে মজে ভোলা শ্মশানে মশানে খেলা গলে শক্তি হাড়ের মালা পাগল অবস্থা।। রূপ সনাতন উজীর ছিল, প্রেমে মজে ফকির হ’লো লালন বলে, এমনি জেনো প্রেমের […] keyboard_arrow_right
  • ওই গোরা কি শুধুই গোরা ওগো নাগরী
    ওই গোরা কি শুধুই গোরা ওগো নাগরী। দেখ দেখ ঠাউরে দেখ কেমন শ্রী।। শ্যাম অঙ্গে গৌরাঙ্গ মাখা নয়ন দুটি বাঁকা বাঁকা মনে যেন দিচ্ছে দেখা ব্রজের হরি।। না জানি কোন্‌ ভাব ল’য়ে এসেছে শ্যাম গৌর হ’য়ে কদিন বা রাখবে ঢাকিয়ে নিজ মাধুরী।। যে হোক সে নাগরা ক’রবে কুলের কুল সারা, লালন বলে, দেখবে যারা সৌভাগ্য […] keyboard_arrow_right
  • ওগো ব্রজলীলে এ কি লীলে
    ওগো ব্রজলীলে এ কি লীলে, কৃষ্ণ গোপিকার জনালে।। যারে নিজ শক্তিতে গঠলেন নারায়ণ আবার গুরু বলে ভজলে তার চরণ, এ কি ব্যবহার শুনে চমৎকার জীবের বোঝা ভার ভূমণ্ডলে।। লীলে দেখিয়ে কম্পিত ব্রজধাম নারীর মান ঘুচাইতে যোগী হ’ল শ্যাম দুর্জয় মানের দায় বাঁকা শ্যাম রায় নারীর পাদপদ্ম মাথায় নিলে। ত্রিজগতের চিন্তা শ্রীহরি আজ নারীর চিন্তা হলেন […] keyboard_arrow_right
  • ওগো রাই-সাগরে নামলো শ্যামরায়
    ওগো রাই-সাগরে নামলো শ্যামরায়। তোরা ধর গো হরি নাগর ভেসে যায়।। রাই-প্রেমের তরঙ্গ ভাবি, তাতে ঠাঁই দিতে কি পারবেন গো হরি ছেড়ে রাজস্ব, প্রেমে ঔদাস্য কৃষ্ণের চিন্তা কেঁতা ওড়ে গায়।। ওগো চার যুগেতে ঐ কেলে সোনা, তবু শ্রীরাধার দাস হই পাল্লেনা, যদি হইত দাস, যেত অভিলাষ তবে আসবে কেন নদীয়ায়।। তিনটি বাঞ্ছা অভিলাষ ক’রে হরি […] keyboard_arrow_right
  • ওগো সামান্যে কি সেই অধর চাঁদকে পাবে
    ওগো সামান্যে কি সেই অধর চাঁদকে পাবে। যার লেগে হল যোগী দেবের দেব মহাদেবে।। ভাব জেনে ভাব না দিলে তখন, বৃথা যাবে সেই ভক্তি-ভজন। বাঞ্ছা যদি হয় সে চরণ ভাব দে না সে ভাবে।। যে ভাবে সব গোপিনী তারা, হয়েছিল পাগল পারা, চরণ ফেলে তেমনি ধারা ভাব দিতে তাই হবে।। নিহেতু ভজন গোপীকার, তাইতে সদায় […] keyboard_arrow_right
  • ওরে কোকিল তুই ডাকছ
    ওরে কোকিল তুই ডাকছ কি কারণে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ কোকিলারে তোর ডাক শুনে।। কুহু কুহু কুহু স্বরে এত রাত্রের পরেরে। কেন ডাক ধীরে ধীরে মানে না কোমল প্রাণে।। কোকিল তরে করি মানা, কুহু স্বরে আর ডাকিছ না রে। প্রাণে আর ধৈর্য মানে না ছাই দিব কুলমানে।। বন্ধু হারা যে অবধি, আমার হয়েছে দারুণ ব্যাধি […] keyboard_arrow_right
  • ওরে ঠিক কইরা ধইরো
    ওরে ঠিক কইরা ধইরো ছিপের গোড়া– শক্ত কইরা ধইরো ছিপ, ও যেন হয় না নড়া চড়া। বর্শী বাইস চণ্ডীদাস ও রজকিনীর পুরে আশক কেও না কারে ছাড়া, তারা এক মরণে দুইজন মরে–মরবি আজ তোরা। অধীন লালন ভেইবা বলে–শোনরে কিনু বলি তোরে, আমি বিনয় করি বলছি তারে, হই না যেন ফটিক চান্দের চরণ বরে। keyboard_arrow_right
  • ওরে মানুষ মানুষ সবাই বলে
    ওরে মানুষ মানুষ সবাই বলে। আছে কোন্‌ মানুষের বসত কোন্‌ দলে।। অযোনি, সহজ, সংস্কার-তারে কি সন্ধানে সাধক একবার ? বড় গহীন মানুষ-লীলে ওরে মানুষ-লীলে।। ভজন সাধন নাহি জানি, কোথা পাই সহজ, কোথা অযোনি, বেড়াই গোলে হরিবোল বলে ওরে গোলে হরিবোল ব’লে।। তিন মানুষের করণ বিচক্ষণ তারে জানলে হবে এক নিরূপণ অধীন লালন প’লো গোলমালে ওমন, […] keyboard_arrow_right
  • ওরে সখিরে ও প্রাণ গো সখিরে
    ওরে সখিরে ! ও প্রাণ গো সখিরে– যার জ্বালা সে জানে, তোর হইলে বাঁচতি না প্রাণে। সখিরে, ঐ শ্যাম বন্ধুর কথা যখন পড়ে মনে, আমি ঘরে রইতে পারি না সখি, ও আমার ছট্‌বট্‌ ছট্‌বট্ করে গো প্রাণে।। সখিরে, সকালে জল ভরিতে এলাম সুরধুনীর ঘাটে, ও কালো রূপ দেখিয়া ভুলিয়া রইলাম। তাই লালন বলে–ও কালো কি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ