• আমি যার ভাবে মুড়িয়েছি মাথা
    আমি যার ভাবে মুড়িয়েছি মাথা। সে জানে আর মনে জানে আর জানবে কে তা।। মনের মানুষ রাখবো মনে বলব না তা কারো সনে ও তার ঋণ শুধিব কতদিনে, মনে সদাই সেই চিন্তা।। সুখের কথা বোঝ সুখী ও ভাই দুখের কথা দুখী, ও সে পাগল বিনে পাগলের কি বোঝে মনের ব্যথা।। যা রে ছিদাম যা রে […] keyboard_arrow_right
  • আমি শ্যাম রাখবো কি কুল রাখবো
    আমি শ্যাম রাখবো, কি কুল রাখবো ওগো সজনী। আবার যে কুলে দাঁড়াইয়া আছি, এই কূল ছাড়লে কি প্রাণে বাঁচি, আবার কুল ছাইড়া জঙ্গলে বসি, ও তবু শুনবো ঐ বংশীর ধ্বনি। ফকির লালনের এমনি উক্তি, এই কুলে না পাইলাম মুক্তি, আমি রাধায় রাধায় হলেম সারা, ও কুলে পোহায় না দিন রজনী। keyboard_arrow_right
  • আয় দেখে যা নতুন ভাব এনেছে গোরা
    আয় দেখে যা নতুন ভাব এনেছে গোরা। মুড়িয়ে মাথা, গলে কাঁথা, কটিতে কৌপীন পরা।। গোরা হাসে কান্দে ভাবের অন্ত নাই, সদা দীন-দরদী বলে ছাড়ে হাই, জিজ্ঞাসিলে কয়না কথা হয়েছে কি ধনহারা। গোরা শাল ছেড়ে কৌপীন পরেছে, আপনি মেতে জগৎ মাতিয়েছে, মরি হায় কি লীলা কলিকালে বেদ বিধি চমৎকারা। সত্য-ত্রেতা-দ্বাপর-কলি হয়, গোরা তার মাঝে একদিব্য যুগ […] keyboard_arrow_right
  • আয় দেখি মন আয় রে
    আয় দেখি মন আয় রে, ঐক্য করিয়া মনে-প্রাণে আমি পিঞ্জিরা শ্রীগুরুর চরণে, আর গুরুর চরণ অমূল্যরতন, ঐ চরণে মন বসে না রে ইচ্ছা ছিল মন যাব বৃন্দাবন, আমি কি ধন লইয়া যাইব, সঙ্গে নাই সম্বল গুরু দিছে ধন অমূল্য রতন, লালন কয়, তাই ভেঙ্গে যাব পথে রে।। keyboard_arrow_right
  • আর আমায় রাধার কথা বল না
    আর আমায় রাধার কথা বল না। ঠেকে শিখলাম গো কালো রূপ আর হেরব না।। যেমন ও কালা ওর মন কালা। তোর প্রেমের এই শিক্ষে, বেড়ায় ব্যঞ্জন চেখে’ লজ্জা গণে না। এক মন কয় জায়গায় বিকায়, তা-ত বুঝলাম না।। যদি থাকতো শ্যাম গোকুলে তবে কি কুব্জারে স্পর্শ করত না লজ্জায় মরে যাই অমন প্রেম আর করব […] keyboard_arrow_right
  • আর আমারে মারিস নে মা
    আর আমারে মারিস নে মা। বলি তোর চরণ ধরে ননী চুরি আর ক’রবো না।।ধু ননীর জন্যে আজ আমার মারলি গো মা বেঁধে ধরে দয়া নাই মা তোর অন্তরে অল্পেতে মন গেল জানা।। পরে মারে পরের ছেলে কেঁদে যেয়ে মাকে বলে মা জননী নিঠুর হ’লে কে বোঝে শিশুর বেদনা।। ছেড়ে দে মা হাতের বন্ধন যাই আমার […] keyboard_arrow_right
  • আর ও দিলদরিয়ার মাঝে রে মন
    আর ও দিলদরিয়ার মাঝে রে মন ডুবিয়া দেখলে না, রসেতে উবিডুবি থাকে জল ঐ কুম্ভেতে কেমনে রাখি সে জল একবিন্দু টলে না, সে ভাটার বেলায় গহীন জলে জল’পরে জল মানে না সেই নদীর নালে খালে আজব এক জাহাজ চলে বৈসে ত্রিবেণীর কোলে চালায় জাহাজ খানা, দিবানিশি চালায় জাহাজ কখনো সে ঘুমায় না। সেই নদীর ত্রিবেণীতে […] keyboard_arrow_right
  • আর কি আসবে সেই কেলেশশী এই গোকুলে
    আর কি আসবে সেই কেলেশশী এই গোকুলে। তারে চেনে না গোকুলবাসী কি ভোলে।। ননীচোরা বলে ওমনি মারলে তারে নন্দরানী আর নানারূপ অপমানি হইলে।। অনাদির আদি সেই গোবিন্দে, তারে রাখাল বানায় নন্দে, আরও রাখালগণ তার স্কন্ধে চড়িলে।। হারালে চায় পেলে নেয় না ভব জীবের ভ্রান্ত যায় না তাইতে লালন কয়, দৃষ্ট হয় না নরলীলে।। keyboard_arrow_right
  • আর তো কালার সে ভাব নাইকো সই
    আর তো কালার সে ভাব নাইকো সই। সে না তেজিয়ে মদন প্রেম-পাথারে খেলছে সদায় প্রেম ঝাঁপাই। অগোর চন্দন ভূষিত যে সদায় সেই কালাচাঁদ ধুলায় লুটায় ও না থেকে থেকে বলছে সদায় সাঁই দরদী কৈলো কৈ। সশুক বিরিঞ্চি আদি যার তারি আঁচলা ঝোলা করোয়া কোপীন সার প্রভু শেষ লীলে করলেন জারী আনকা আইন দেখ না ঐ। […] keyboard_arrow_right
  • আরকি গৌর আসবেফিরে
    আরকি গৌর আসবেফিরে। মানুষ ভজে যেযা’ করো, গোরাচাঁদ গিয়েছে সেরে।। একবার এসে এই নদীয়ায় মানুষরূপে হয়ে উদয় প্রেম বিলায়ে যথা তথা গেলেন প্রভু নিজপুরে।। চার যুগের ভজন আদি বেদেতে রাখিয়ে বিধি বেদেরো নিগূঢ় রসপন্থী সপে গেলেন শ্রীরূপেরে।। আর কি সেই অদ্বৈত গোঁসাই আনবে গৌর এই নদীয়ায়, লালন কয় সে দয়াময়ে কে জানিবে এ সংসারে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ