রসিকের ভঙ্গিতে যায় চেনা। দেখ্ তার শান্ত চিত্ত ঊর্ধ্বরতি, হায় বরণ কাঞ্চা সোনা, সহজ হইয়া সরল বস্তু সেধেছে যে জনা, তার কাম-সাগরে চর পড়েছে, প্রেম সাগরে জল আঁটে না। চণ্ডীদাস-রজকিনী-তারাই প্রেমের ধন্য শুনি এমনি প্রেমিক কয়জনা ? তারাই এক মরণে দুইজন মরে, এমন মরা মরে কয় জনা। লালন শা দরবেশে বলে, শোন্রে কিনু বলি তোরে– […]
keyboard_arrow_right