• তোরা আয় দেখে যা নতুন ভাব এসেছে গোরা
    তোরা আয় দেখে যা নতুন ভাব এসেছে গোরা। মুড়িয়ে মাথা গলে খেঁতা কটিতে কপিন ধড়া।। গোরা হাসে-কাঁদে ভাবের অন্ত নাই সদা দীন দরদী বলে ছাড়ছে হাই জিজ্ঞাসিলে কয় না কথা হয়েছে কি ধন-হারা।। গোরা শাল ছেড়ে কপিনী পরেছে আপনি মেতে জগত মাতিয়েছে, মরি হায় কি লীলে কলিকালে বেদ-বিধি চমৎকারা। সত্য ত্রেতা দ্বাপর কলি হয় তার […] keyboard_arrow_right
  • থাক না মন একান্ত হয়ে
    থাক না মন একান্ত হয়ে। গুরু গোঁসাইর বাক লয়ে।। চাতকের প্রাণ যদি যায় তবু কি অন্য জল খায় ঊর্ধমুখে থাকে সদায় নব-ঘন জল চেয়ে। তেমনি মন হলে সাধন সিদ্ধি হবে এই দেহে।। এক নিরিখ দেখ ধনি সূর্যগত কমলিনী দিনে বিকিশত তেমনি নিশিতে মুদিত রহে। তেমনি যেন ভক্তের লক্ষণ একরূপে বাঁধে হিয়ে।। বহু বেদ পড়াশুনা সম্বিতে […] keyboard_arrow_right
  • দয়াল আমি এই চরণ দাসীর
    দয়াল আমি এই চরণ দাসীর যোগ্য নই নইলে মোর দশা কি এমন হয়। ভাব জানিনা, প্রেম জানিনা দাসী হইতে চাই চরণে তাপ দিয়ে ভাব নিতে পারলে তবে শুরাখ চরণ পাই। অহল্যা পাষাণী ছিল পদধূলায় মানব হলো লালন জন্মে পড়ে রইলো যদি গুরুর দয়া হলো। keyboard_arrow_right
  • দয়াল নিতাই কারো ফেলে যাবে না
    দয়াল নিতাই কারো ফেলে যাবে না। চরণ ছেড়ো না রে ছেড়ো না।। দৃঢ় বিশ্বাস করি এখন ধরো নিতাইচাঁদের চরণ এবার পার হবি পার হবি তুফান, অপারে কেউ থাকবে না।। হরির নাম-তরণী ল’য়ে, ফিরেছে নিতাই নেয়ে হ’য়ে, এমন দয়াল চাঁদকে পেয়ে শরণ কেনে নিলে না।। কলির জীবকে হ’য়ে সদয় পারে যেতে ডাকছে নিতাই, অধীন লালন বলে […] keyboard_arrow_right
  • দাঁড়া কানাই একবার দেখি
    দাঁড়া কানাই একবার দেখি। কে তোরে করিল বে-হাল হলি রে কোন্‌ দুখের দুখী।। পরণে ছিল পীত ধড়া, মাথায় ছিল মোহন চূড়া, সে বেশ হইলি ছাড়া বে-হাল বেশ নিলি কোন্‌ সুখী।। ধেনু রাখতে মোদের সাথে আবা আবা ধ্বনি দিতে এখন এসে নদীয়াতে হরির ধ্বনি দেও এ ভাবে কি।। ভুল বুঝি পড়েছে ভাই তোর, আমি সেই ছিদাম […] keyboard_arrow_right
  • দাঁড়া রে তোরে একবার দেখি ভাই
    দাঁড়া রে তোরে একবার দেখি ভাই। এতদিন খুঁজে তোরে পাইনে রে কানাই ।। ষড়ৈর্শ্বয ত্যাজ্য করে আলি রে ভাই নদেপুরে। কি ভাবের ভাব তোর অন্তরে আমায় সত্য বল রে ভাই।। তোর শোকে যশোদা রাণী হয়ে আছে কাঙ্গালিনী। ও সে হায় নীলমণি নীলমণি বলে সদায় ছাড়ছে হাই।। দৃষ্ট করে দেখ তুমি তোমার ছিদাম নফর আমি। লালন […] keyboard_arrow_right
  • দেখে আইলাম সোনার মানুষ কোপ্‌নী পরা
    দেখে আইলাম সোনার মানুষ কোপ্‌নী পরা, সে মানুষ ক্ষণে হাসে ক্ষণে কান্দে দুই নয়নে বয় হে ধারা। সে মানুষ ধরতে গেলে না দেয় ধরা আরও কোন রমণীর মন চোরা। সে মানুষকে আনল দেশে সে অনুরাগে উলটা পানে চলে সদায় পাগলের বেশে, তাই সিরাজ সাঁই কয়, শোনরে লালন, তারে ধরতে চাও যদি অধর-ধরা। keyboard_arrow_right
  • ধন্য মায়ের নিমাই ছেলে
    ধন্য মায়ের নিমাই ছেলে। এমন বয়সে নিমাই ঘর ছেড়ে ফকিরী নিলে।। ধন্য রে ভারতী যিনি সোনার অঙ্গে দেয় কোপিনী। শিখাইল হরির ধ্বনি করেতে করঙ্গ নিলে।। ধন্য পিতা বলি তারি ঠাকুর জগন্নাথ মিশ্রী। যার ঘরে গৌরাঙ্গ হরি মানুষ রূপে জন্মাইলে।। ধন্য রে নদীয়া বাসী হরিল গৌরাঙ্গ শশী। যে বলে সে জীব সন্ন্যাসী লালন কয় সে ফেরে […] keyboard_arrow_right
  • ধন্য ভাব গোপী ভাব আহা মরি মরি
    ধন্য ভাব গোপী ভাব আহা মরি মরি। যাতে বাঁধা ব্রজের শ্রীহরি।। ছিল কৃষ্ণের প্রতিজ্ঞা এমন যে ভাবে যে করে ভজন তাইতে হয় তারি।। সে প্রতিজ্ঞা তার না রহিল আর করলে গোপীর ভাবে মন চুরি।। ধর্মাধর্ম নাই সে বিচার কৃষ্ণ সুখে সুখ গোপিকার হয় নিরন্তরি।। তাইতে দয়াময় গোপীরে সদয় মনের ভ্রমে জানতে নারি।। গোপীভাব সামান্য বুঝে […] keyboard_arrow_right
  • ধন্য সে রূপ সনাতন জগত মাঝে
    ধন্য সে রূপ সনাতন জগত মাঝে। উজিরানা ত্যজিয়ে সে না কপিনী সার করিছে।। শাল দোশালা ত্যজিয়ে সনাতন সে কপিনী কাঁথা করিল ধারণ। অন্ন বিনে শাক-শুখানে ও সে জীবন রক্ষা করিয়েছে।। সে ছাড়িয়ে লোকের আলাপন একা প্রাণী কোন পথে ভ্রমণ, বন পশুকে শুধায় ডেকে ব্রজে যাই আজ কোন পথে।। সে না আহা প্রভু বলিয়ে আকুল হয়, […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ