চরণ পাই যেন অন্তিম কালে। ফেল না নরাধম বলে।। সাধনে পাইব তোমায়, সে ক্ষমতা নাই হে আমায়, দয়াল নাম শুনিয়ে আশায় আছি অধীন কাঙালে।। জগাই মাধাই পাপী ছিল কাদা ফেলে গায় মারিল তাহে প্রভুর দয়া হল আমায় দয়া কর সেই হালে।। ভারত পুরাণে শুনি, পতিত পাবন নামের ধ্বনি, লালন বলে, সত্য জানি অমারে চরণ দিলে।।
keyboard_arrow_right