• গোঁসাই আমার দিন কি যাবে
    গোঁসাই আমার দিন কি যাবে এই হালে, আমি পড়ে আছি অকুলে। (তুমি) কত অধম পাপী তাপী অবহেলে তারিলে।। জগাই মাধাই দুটি ভাই কান্দা ফেলে মারলে গায় তারে তো নিলে। আমি পাপী ডাকছি সদায়, দয়া হবে কোন্‌ কালে।। অহল্যা পাষাণ ছিল, সেও তো মানুষ হইল তোমার চরণ ধূলাতে। আমি তোমার কেউ নহি গো তাই কি মনে […] keyboard_arrow_right
  • গৌর কি আইন আনিলে নদীয়ায়
    গৌর কি আইন আনিলে নদীয়ায়। এ তো জীবের সম্ভব নয়।। আন্‌কা বিচার,আন্‌কা আচার দেখে শুনে লাগে ভয়।। ধর্মাধর্ম বলিতে কিছুমাত্র নাই তাতে, প্রেমের গুণ গায়। জাতের বোল রাখলে না সে তো করলে একাকার ময়।। শুদ্ধ অশুদ্ধ নাইকো জ্ঞান, সাতবার খেয়ে একবার চান করেন সদায়। আবার অসাধ্যরে সাধ্য করে, জীবে না যায় ছোঁয় ঘৃণায়।। যবন ছিল […] keyboard_arrow_right
  • গৌর-প্রেম অথাই আমি ঝাঁপ দিয়েছি তায়
    গৌর -প্রেম অথাই আমি ঝাঁপ দিয়েছি তায়। এখন অোমার প্রাণ বাঁচা ভার করি কি উপায়।। ইন্দ্র বারি শাসিত করে উজান ভাঁটা বইতে পারে সে ভাব আমার নাই অন্তরে কোট সাধি কোথায়।। একে সে প্রেম নদীর জলে থাই মেলে না নোঙর ফেলে বেহুঁশিয়ারে নাইতে গেলে কাম কুমীরে খায়।। গৌর-প্রেমের এমনি লেঠা আসতে কাটা যেতে কাটা না […] keyboard_arrow_right
  • ঘরে কি হয় না ফকীরী
    ঘরে কি হয় না ফকীরী । কেন হলি রে নিমাই আজ দেশান্তরী।। ভ্রমি বার বসে তের, আরও তো হতে পারে কার, বলে গেলে হয় , সে ও তো কথা নয় মন না হলে নির্বিকারী।। মন না মুড়ায়ে কেন মুড়ালে তাইতে কি রতন মেলে, মনে দিয়ে বেঁধেছ যে জন তারি কাছে সদায় বাঁধা হরি।। ফিরে ঘরে […] keyboard_arrow_right
  • চরণ পাই যেন অন্তিম কালে
    চরণ পাই যেন অন্তিম কালে। ফেল না নরাধম বলে।। সাধনে পাইব তোমায়, সে ক্ষমতা নাই হে আমায়, দয়াল নাম শুনিয়ে আশায় আছি অধীন কাঙালে।। জগাই মাধাই পাপী ছিল কাদা ফেলে গায় মারিল তাহে প্রভুর দয়া হল আমায় দয়া কর সেই হালে।। ভারত পুরাণে শুনি, পতিত পাবন নামের ধ্বনি, লালন বলে, সত্য জানি অমারে চরণ দিলে।। keyboard_arrow_right
  • চল যাই আনন্দের বাজারে
    চল যাই আনন্দের বাজারে চিত্ত মন্দ, তম-অন্ধ নিরাঙ্গ রবে না রে। সুজনার সুজনাতে সহজ-প্রেম হয় সাধিতে, যাবি নিত্যধামেতে প্রেম-পদের বাসনা, প্রেমের গতি বিপরীতি সকলে জানে না। সে ত কৃষ্ণ প্রেমের বেচাকেনা–অন্য বেচাকেনা নাই রে। সহস্র রাগের কারণ বাঁকা শ্যাম করলেন ধারণ হইলেন গৌর বরণ রাধার প্রেম-সাধনা আনন্দে সানন্দে মিশে যোগ করে যে জনে, সে নেহাত […] keyboard_arrow_right
  • চাঁদ বলে চাঁদ কাঁদে কেনে
    চাঁদ বলে চাঁদ কাঁদে কেনে। আমার গৌরচাঁদ ত্রিজগতের চাঁদ চাঁদে চাঁদ ঘেরা ঐ আভরণে।। গৌরচাঁদে শ্যাম-চাঁদেরি আভা, কোটি চন্দ্র জিনিয়ে শোভা রূপে মুনির মন করে আকর্ষণ, ক্ষুধা শান্ত সুধা বরিষণে।। গোলোকেরি চাঁদ গোকুলেরি চাঁদ নদীয়ায় গৌরাঙ্গ সেই পূর্ণচাঁদ আর কি আছে চাঁদ সে আর কেমন চাঁদ আমার ঐ ভাবনা মনে মনে।।; লয়েছি এই গলে গৌররাঙ্গা […] keyboard_arrow_right
  • চেনে না যশোদা রাণী
    চেনে না যশোদা রাণী। গোপাল কি সামান্য ছেলে ধ্যানে যারে পায় না মুনি।। একদিন চরণ থেমেছিল তাইতে মন্দাকিনী হ’ল, পাপহরা সুশীতল সে মধুর চরণ দু’খানি।। বিরিঞ্চি-বাঞ্ছিত সে ধন মানুষরূপে এই বৃন্দাবন জানে যত রসিক সুজন সে কালার গুণ বাখানি।। দেবের দুর্লভ গোপাল ব্রহ্মা তার হরিল গোপাল লালন বলে, আবার গোপাল কীর্তি গোপাল ক’রলে শুনি।। keyboard_arrow_right
  • ছার মানে মজে কৃষ্ণধনকে চেন না
    ছার মানে মজে কৃষ্ণধনকে চেন না। থাক থাক ওগো প্যারী দুদিন বই যাবে জানা।। কৃষ্ণেরে কাঁদালে যত তুমি সে কাঁদিবে তত ধারিলে শুধিতে চিরদিন ত প্রচলিত আছে কিনা।। যখন বলবে কোথা হবি এনে দে গো সহচরী এখন যে সাধিলাম প্যারী তা কি মনে জান না।। বাড়াবাড়ি হ’লে ক্রমে কু ঘটতে নাই আটক কর্মে লালন কয়, […] keyboard_arrow_right
  • জান গে যা গুরুর দ্বারে জ্ঞান উপাসনা
    জান গে যা গুরুর দ্বারে জ্ঞান উপাসনা। কোন মানুষের কেমন কৃতি যাবে রে জানা।। পুরুষ পরশমণি কালাকাল তার কি সে জানি জল দিয়ে সব চাতকিনী করে সান্ত্বনা।। যার আশায় জগৎ বিহালো তার কি আছে সকাল বিকাল তিলেকমাত্র না দিলে জল ব্রহ্মাণ্ড রয় না।। বেদবিধির অগোচর সদাই কৃষ্ণপদ্ম নিতি উদয় লালন বলে, মনের দ্বিধায় দেখে দেখ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ