রহিয়াছে প্রভু করতার। অমাবস্যা প্রতিপদ দুতিয়াএ লৈল হট জোয়ার নাফিরে একবার। কী করিমু কোথাএ যাইমু কাতে যুকতি বিমর্ষিমু এ বে সে মরণ হৈল সার। আব অতস বাত খাকের ধড় বাঁশী ফুকে নিরন্তর না বুধি রাধিকা অভাগিনী। দুই বাঁশী এক স্বর নৌকা ঠেলে বারে বারে নৌকা ঠেকিল বালুচরে। মুই অভাগিনী নারী নিশিদিশি বসি ঝুরি বন্ধুরে দেখিতে […]
keyboard_arrow_right