যে জানে ব্রজগোপীর মহাভাব, ও সে জেন্তে ম’রে কৃষ্ণপ্রেমের করিছে আলাপ।। অনুরাগের জোরে বিধির কলম নাহি সে মানে, বেদ-বেদান্ত দূরে রেখে করে প্রেমালাপ।। গোপীর সনে গোপী হ’য়ে, রিপু ইন্দ্রিয় আসন ক’রে, স্বরূপ নিষ্ঠা ক’রে ডোবে প্রেমেরই তরঙ্গে;কাম-কুম্ভীরে ধ’রে পঞ্চবাণে তারে সংহারে, রস-রতি দিবারাতি করে তৌল-মাপ।। বার তিথির বারুণীতে যোগেশ্বরীর মহাযোগে রসের ভিয়ানে, পাত্র অন্তরে লয়ে, […]
keyboard_arrow_right