তোরা অন্যে জানবায় কেমনে প্রেমের আগুন লাগিয়াছে যার মনে। হায়রে, দিবানিশি জ্বলে অগ্নি গো সই জল ঢালিলে না নিবে।। লাগিয়াছে প্রেমেরি আগুন কালার জন্য জ্বইলে মরি হইয়া দ্বিগুণ। হায়রে, দিয়া ধরা দেয় না ধরা গো সই কালার ধরা পাইমু কেমনে।। কালা আমার গলারি মালা কালার জন্য উদাদিনী হইলাম অবলা। হায়রে, কালা কালা কালা বইলে গো […]
keyboard_arrow_right