ঐ রূপ দেখাইয়া গো গেল, অবুলা বধিয়া।। অবুলা বধিয়া গো সখি অবুলা বধিয়া। একাকী নিরালা ঘরে আছিলাম সুইয়া।। আছানক কি দেখিয়া উঠিলু কান্দিয়া গো সখি। মুখেতে মধুর হাসি গলে মালা দিয়া।। কালিয়ার কাজল আংখি প্রাণী নেয় কাড়িয়া গো সখি । নিরলে বন্দুয়া আইসে রাজ পন্থে দিয়া।। আবুল হুছন রইলা ঐ পন্থ হারিয়া গো সখি, আবুলা […]
keyboard_arrow_right