নিন্দ চন্দন সব দূরে তেয়াগিয়া। রাই ভাবে পুলকিত নয়ন মুদিয়া।। বদনের হাস ছিল সেহ দূর গেল। চড়ার মউরপাখা কতি না পড়িল।। চম্পক মালতি মালা পড়ে কোন খানে। করের মুরূলি খসে তাহা নাহি জানে।। পায়ের নপুর পড়ে পিতবাস ধড়া। না জানি কোথা গেল ভাঙ্গি বেস চূড়া।। সঘন নিশ্বাষ নাসা আঁখে পড়ে জল । রাইয়ের সে রূপ […]
keyboard_arrow_right