“আহা মরি মরি পরাণ-পুথলি বাছনি কালিয়া সোনা। কত না পেয়েছ ক্ষুধায় পীড়িত বনে যেতে করি মানা।। এ দুঃখে না জীব নন্দে কি বলিব এ শিশু পাঠায়ে বনে। এ ঘর-করণে আনল ভেজাব কিবা সে করয়ে ধনে।। ইহাকে অধিক আর কিবা ধন, যারে না দেখিলে মরি। কালি আর গোঠে না পাঠাব মাঠে কেবা কি করিতে পারি।।” মধুর […]
keyboard_arrow_right