ললিত কমল ফুল বালা। লাগল বিরহক জ্বালা।। লীলা লাবণি খোই। লোর লহরি ভরে রোই।। লালন কি বলব আন। ললনা কঠিন পরান।। লোক লাজ ভয় ছোড়ি। লুড়ই মহীতলে গোরি।। ললিত ললিত স্বরে রামা। লেওয়ে মধুর তুয়া নামা।। লোচনে নিমিখ নিঝাই। লোলি পড়লি মুরছাই।। লহু লহু বহত নিশাস। লখতহি গোবিন্দদাস।।
keyboard_arrow_right