আগে জান হাওয়ার স্থিতি, কোথায় হাওয়ার উৎপত্তি কোথায় হাওয়ার গতাগতি। আবে খাকে করিয়া মৈথুন আবার বাত-হুতাশন দিয়া তার করিল চেতন, তার মাঝখানেতে বাতি জ্বালে রে বৈসা আছে কর্মা জ্যোতি। হাওয়ার সঙ্গে বহর ধরা যায়, সে যে ক্ষুদ্র দেশে বসত করে নামটি তার অধর, দরবেশ লালন শা কয় ধরবি কিনু রে হইতে হইবে তোমার গোপীর মতি।।
keyboard_arrow_right