আর জ্বালা সয় না পরাণে, সুন্দরি কদমতলায় কে বাজাইল মুররী।। চল সব সখীগণ, সঙ্গে মোর পাঞ্চজন, চল যাই রাধার মন্দিরে। কুমন্ত্রণা কেও তো দিয়ো না একভাবে দেখি গি বন্ধুরে।। যখনে যমুনায় যাই, বাঁশীর রব শুনিয়ে আই, ডাকে বাঁশীয়ে মোরে নাম ধরি। হু-হু বাঁশীর সুরে, প্রাণি মোর নিল হরিয়ে কোন্ বন্ধে বাজায় মুররী।। হাতে মোহন বাঁশী […]
keyboard_arrow_right