আর কি আসবে সেই কেলেশশী এই গোকুলে। তারে চেনে না গোকুলবাসী কি ভোলে।। ননীচোরা বলে ওমনি মারলে তারে নন্দরানী আর নানারূপ অপমানি হইলে।। অনাদির আদি সেই গোবিন্দে, তারে রাখাল বানায় নন্দে, আরও রাখালগণ তার স্কন্ধে চড়িলে।। হারালে চায় পেলে নেয় না ভব জীবের ভ্রান্ত যায় না তাইতে লালন কয়, দৃষ্ট হয় না নরলীলে।।
keyboard_arrow_right