• আর এক বাণী শুন বিনোদিনি
    আর এক বাণী শুন বিনোদিনি দয়া না ছাড়িও মোরে। ভজন সাধন কিছুই না জানি সদাই ভাবি হে তোরে।। ভজন সাধন করে যেই জন তাহারে সদয় বিধি। আমার ভজন তোমার চরণ তুমি রসমই নিধি।। ধাওত পীরিতি মদন বেয়াধি তনু মন হল ভোর। সকল ছাড়িয়া তোমারে ভজিয়া এই দশা হইল মোর।। নব সন্নিপাতি দারুণ বেয়াধি পরাণে মরিলাম […] keyboard_arrow_right
  • আর এক বানি শ্রবণ করহ
    আর এক বানি শ্রবণ করহ,” কহেন এ সুক মুনি। “নিষ্ঠার আকৃতি সুনহ প্রকৃতি সুনহ তাহার বানি।। এক ভৃঙ্গ কিটে ধরে আর পোকে তাহারে লইঞা ঘরে। বিন্ধিয়া মারএ সেই সে পোকারে, সুন রাজা নৃপবরে।। বিন্ধিতে বিন্ধিতে সেই পোক মরে চাহিয়্যা ভৃঙ্গের পানে। তেজিলে পরানে চাহি তার পানে টানয়ে আপন স্থানে। আপন স্বভাব সেই সে পোকের হয়েন […] keyboard_arrow_right
  • আর এক শুন পরম নির্গুণ
    আর এক শুন পরম নির্গুণ তিনের উপরে তিন। সাতের উপরে এক জ্যোতির্ম্ময় পুরুষ-ভূষণ-চিহ্ন।। এক পদ্ম তার মুদিত বেকত তা’পরে মণ্ডল চারি। তা’পরে বসতি এক সে পুরুষ নয়নে মুদিত টারি।। সেই ষোল কলা তিগুণ করিতে তাহার কলার কলা। কলার যে অংশ সেই শত গুণ তাহাতে নয়ের মেলা।। নয় নয় গুণ গুণ মিশাইলে তাহাতে যে গুণ হয়। […] keyboard_arrow_right
  • আর এক শুন পরম নির্গুণ
    আর এক শুন পরম নির্গুণ তিনের উপরে তিন। সাতের উপরে এক জ্যোতির্ম্ময় পুরুষ ভূষণ চিহ্ন।। এক পদ্ম তার মুদিত বেকত তা পরে মণ্ডল চারি। তা পরে বসতি এক সে পুরুষ নয়নে মুদিত টারি।। সেই ষোল কলা তিগুণ করিতে তাহার কলার কলা। কলার যে অংশে সেই শত গুণ তাহাতে নয়ের মেলা।। নয় নয় গুণ গুণ মিশাইলে […] keyboard_arrow_right
  • আর একদিন গৌরাঙ্গ সুন্দর
    আর একদিন গৌরাঙ্গ সুন্দর নাহিতে দেখিলুঁ ঘাটে। কোটি চাঁদ জিনি বদন সুন্দর দেখিয়া পরাণ ফাটে।। অঙ্গ ঢল ঢল কনক কষিল অমল কমল আঁখি। নয়ানের শর ভাঙ ধনুবর বিঁধয়ে কামধানুকী।। কুটিল কুন্তল তাহে বিন্দু জল মেঘে মুকুতার দাম। জলবিন্দু ঝরে থরে থরে মোতি হেরিয়া মূরছে কাম।। মোছে সব অঙ্গ নিঙ্গাড়ি কুন্তল অরুণ বসন পরে। বাসু ঘোষ […] keyboard_arrow_right
  • আর একদিন সখি শুতিয়া আছিনু
    আর একদিন সখি শুতিয়া আছিনু। বঁধুরা ভরমে ননদী কোড়ে নিনু।। বঁধু নাম শুনি সেই উঠিল রুষিয়া। বলে ‘তোর বঁধু কোথা গেল পলাইয়া।। সতী কুলবতী কুলে জ্বালি দিলি আগি। আছিল আমার ভালে তোর বধভাগী’।। শুনিয়া বচন তার অথির পরাণী। কাঁপয়ে শরীর দেখি আঁখির তাজনি।। এমত যে ডরি সখি পাপিনীর হাতে। বনের হরিণী থাকে কিরাতের সাথে।। দ্বিজ […] keyboard_arrow_right
  • আর ও দিলদরিয়ার মাঝে রে মন
    আর ও দিলদরিয়ার মাঝে রে মন ডুবিয়া দেখলে না, রসেতে উবিডুবি থাকে জল ঐ কুম্ভেতে কেমনে রাখি সে জল একবিন্দু টলে না, সে ভাটার বেলায় গহীন জলে জল’পরে জল মানে না সেই নদীর নালে খালে আজব এক জাহাজ চলে বৈসে ত্রিবেণীর কোলে চালায় জাহাজ খানা, দিবানিশি চালায় জাহাজ কখনো সে ঘুমায় না। সেই নদীর ত্রিবেণীতে […] keyboard_arrow_right
  • আর কত সইমু রে বন্ধু বন্ধু, তোর পিরিতের জ্বালা
    আর কত সইমু রে বন্ধু বন্ধু, তোর পিরিতের জ্বালা। ধু তোর পিরিতের জ্বালা রে বন্ধু তোর পিরিতের জ্বালা। অধীনের বন্ধু তুমি তুমি, চিকন কালা। তোমার নামে ফুল গাথিয়ে গলে দিলাম মালা রে বন্ধু। শয়নকালে চায়না রে মন শইতাম একেলা। যৌবন জোয়ারের পানি ধরিয়াছে উথলা রে বন্ধু তোমার পিরিতের কারণ লোকে করে হেলা। এস্কি ছাড়া এ […] keyboard_arrow_right
  • আর কত বোল সই আর কত বোল
    আর কত বোল সই আর কত বোল। নিভান অনল আর পুন কেন জাল।। যে অনলে পোড়ে হিয়া সে অনলে সেকি। কস্তুরী লেপিয়া অঙ্গে শ্যামনাম লেখি।। শ্যামপরসঙ্গ বিনে যদি প্রাণ রয়। তমু ত দারুণ লোকে এত কথা কয়।। জ্ঞান কহে বিনোদিনি নিবারহ চিতে। কালায় মাতল মন কি করে কথাতে।। keyboard_arrow_right
  • আর কবে হবে মোর শুভখন দিন
    আর কবে হবে মোর শুভখন দিন। নয়ানে নেহারিতে না বাসব ভিন।। এ সখি এ সখি নিবেদন তোয়। সো কি সুধামুখী মীলব মোয়।। আধ মুচকি হাসি হেরব নয়নে। সুমধুর বোল কি শূনব শ্রবণে।। কুচযুগ করে পরশিতে যব যাব। করে কর বারি বয়ন পালটাব।। চরণ পরশি মুখ করব সরস। রসাবেশে মঝু হিয়ে করব অলস।। রাই রঙ্গিণি মঝু […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ