আর ও দিলদরিয়ার মাঝে রে মন ডুবিয়া দেখলে না, রসেতে উবিডুবি থাকে জল ঐ কুম্ভেতে কেমনে রাখি সে জল একবিন্দু টলে না, সে ভাটার বেলায় গহীন জলে জল’পরে জল মানে না সেই নদীর নালে খালে আজব এক জাহাজ চলে বৈসে ত্রিবেণীর কোলে চালায় জাহাজ খানা, দিবানিশি চালায় জাহাজ কখনো সে ঘুমায় না। সেই নদীর ত্রিবেণীতে […]
keyboard_arrow_right