আমি প্রেমের ঔষধ কোথায় পাই, লোকে বলে কলঙ্কিনী রাই। ধু জগতবাসী বন্ধের দায়, লোকে আমার ঘোষণা গায়, ওরে সকলি তোমার খেলা ও প্রভু আমি কিছু জানি নাই। তুমি প্রভু আলেক সাই, আমার জাতি কুলের কার্য্য নাই, ওরে দুঃখিনীর এই বাসনা ও প্রভু কেবল পদের ছায়া চাই। যে করে পিরিতের খেলা, তার লাগি কলঙ্কের ডালা, যারে […]
keyboard_arrow_right