আমারে দেও চরণ-তরী! তোমার নামের জোরে পাষাণ গলে, অপারের কাণ্ডারী। পড়েছি এই ঘোর সাগরে , কুপাকে ডুবে মরি।। ভক্ত-অধীন নামটি শুনেছি, ভক্তের পিছে ফিরতেছ হরি, ভক্তহীন হ’য়েছি আমি স্মরণ নিলাম তোমারি।। নির্ধনের ধন, আন্ধলার নড়ি, নির্বলীর বল হও, গুণমণি, পাপী তাপী সব তোমারি, আমায় ফেলো না হরি।। অহল্যা এক পাষাণী ছিল, তোমার চরণ ধূলায় সেও […]
keyboard_arrow_right