আওত অবধূত করুণাসিন্ধু। প্রেমে গরগর মন করি হরি সংকীর্ত্তন পতিত-পরম-প্রিয় বন্ধু।। ধ্রু হুঙ্কার করিয়া চলে অচল সচল নভে পদভরে মহী টলমল । মত্ত সিংহরাজ জিনি কম্পমান মেদিনী পাষণ্ডীরা দেখিয়া বিকল।। ভাবভরে গরগর সঙ্গে যত অনুচর প্রেমে ভাসে অমর সমাজ। সব সহচর সঙ্গে কীর্ত্তন কৌতুক রঙ্গে অলখিত করে সব কাজ।। শেষশায়ী সঙ্কর্ষণ অবতরি নারায়ণ যার অংশে […]
keyboard_arrow_right