• আমার মনে কৈল উদাসী গো, কই বাজে কালাচান্দের বাশী
    আমার মনে কৈল উদাসী গো, কই বাজে কালাচান্দের বাশী। ধু হায় গো বাশীর সুরে প্রাণ বিদরে আমি কান্দি দিবানিশি গো। মনে লয় তার সঙ্গে যাইতাম হৈয়া দাসীর দাসী ।। হায় গো যাইতে না দিল মরে ননদী নৈরাশী গো। পিরিতের ছেল বুকে মারি কথায় রৈল বসি।। হায় গো পাইলে চরণ, দিব যৌবন জাতিকুল বিনাশি গো। কইন […] keyboard_arrow_right
  • আমার মনের কথা শুন লো সজনি
    আমার মনের কথা শুন লো সজনি। শ্যাম বঁধু পড়ে মনে দিবস-রজনী।। কিবা গুণে কিবা রূপে মোর মনে বাঁধে। মুখেতে না সরে বাণী দুটি আঁখি কাঁদে।। চিতের অনল কত চিতে নিবারিব । না যায় কঠিন প্রাণ কারে কি বলিব ।। চণ্ডীদাস বলে প্রেমে কুটিলতা রীত। কুল-ধর্ম্ম লোকলজ্জা নাহি মানে চিত।। keyboard_arrow_right
  • আমার আপন খবর আপনার হয় না
    আমার আপন খবর আপনার হয় না। একবার আপনারে চিনলে পরে যায় অচেনারে চেনা।। সাঁই নিকট থেকে দূরে দেখায়, যেমন কেশের আড়ে পাহাড় লুকায় দেখ না। আমি ঢাকা দিল্লী হাতড়ে ফিরি, আমার কোলের যোর তো যায় না।। আত্মরূপে কর্তা হরি, মনে নিষ্ঠা হ’লে মিলবে তারি ঠিকানা। বেদ-বেদান্ত পড়বে যত বাড়বে তত লক্ষণা।। আমি আমি কে বলে […] keyboard_arrow_right
  • আমার একি কবার কথা আপন বেগে
    আমার একি কবার কথা আপন বেগে আপনি মরি। গৌর এসে হৃদয় বসে করে আমার মন চুরি।। কিবা-গৌররূপ লম্পটে ধৈর্যডুরি দেয় গো কেটে লজ্জা-ভয় সব পালায় ছুটে যখন ঐ রূপ মনে করি।। গৌর দেখা দিয়ে ঘুমের ঘোরে চেতন হ’য়ে পাইনে তারে পলাইল কোন শহরে নব দলের রাস-বিহারী।। মেঘে যেমন চাতকেরে দেখা দিয়ে ফাঁকি করে লালন বলে, […] keyboard_arrow_right
  • আমার কলঙ্ক নাম যে হইতে
    আমার কলঙ্ক নাম যে হইতে, প্রাণ বন্ধুরে আনিয়া দে গো ললিতে ! ধু এগো প্রেমানলে অঙ্গ সারা বাচিব ল কি মতে।। বিদেশী বন্ধুয়ার সনে প্রেম করিলাম নিগূঢ় বনে। এগো ফুকারী কান্দিতে নারি পাড়ার লোকের ডরেতে।। কার বাপের মুড়াইলাম মাথা ও সই পথে ঘাটে খোচা কথা। এ গো খোচা কথা যে বলিব বাস হইব তার নরকে।। […] keyboard_arrow_right
  • আমার কালা আসবে কিনা বল
    আমার কালা আসবে কিনা বল গো পরাণ সই আমার কালা আসবে কিনা বল। কিবাত আমারে লইয়া কালার দেশে চল।। আমায় ছাড়ি অন্যের সঙ্গে সদায় উলামেলা। কেমনে সহিমু বল গো আমি কালার বিষম জ্বালা।। সয়ালের দয়াল শুনি আমার চিকন কালা। পন্থের পানে চাইতে চাইতে বেরতা জনম গেলা।। নয়ানের কাজল কালা আমার গলার মালা। কালারে ছাড়িয়া কিলা […] keyboard_arrow_right
  • আমার কিশোরী কিছু না জানয়ে
    আমার কিশোরী কিছু না জানয়ে বঞ্চিব কেমন করি। সব পাসরিয়া চলিলে ছাড়িয়া আঁধার গোকুল পুরী।। এ নব যৌবনী কুলের কামিনী রমণী এ রস-বালা। কোথা রাখি লেহ বাঁচাইয়া বাহ দিয়া যাহ এত জ্বালা।। কি করিব আর রস পরিপূর নিবিড় রসের প্রেম। তা ত্যেজ এমন নবীন কিশোরী যেন লাখ বান হেম।। তেজিয়া গোকুল নাগরী সকল মথুরা গমন […] keyboard_arrow_right
  • আমার কিশোরী কিছু না জানয়ে
    “আমার কিশোরী কিছু না জানয়ে বঞ্চিব কেমন করি। সব পাসরিয়া চলিলা ছাড়িয়া আঁধার গোকুল-পুরী।। এ নব যৌবন কুলের কামিনী রমণী এ রস-বালা । কোথা রাখি লেহ বাঁচাইয়া যাহ দিয়া যাহ এত জ্বালা।। কি করিব আর রস পরিপূর নিবিড় রসের প্রেম। তা ত্যজ এমন নবীন কিশোরী যেন লাখবান হেম।। তেজিয়া গোকুল- নাগরী সকল মথুরা গমন এবে। […] keyboard_arrow_right
  • আমার গৌরাঙ্গ জানে প্রেমের মরম
    আমার গৌরাঙ্গ জানে প্রেমের মরম। ভাবিতে ভাবিতে হইল রাধার বরণ।। রা বোল বলিতে পূর্ণিত কলেবর। ধা বোল বলিতে বহে নয়নের জল।। ধারা ধরণী সঘনে বহি যায়। পুলকে পূরিত তনু জপে নাম তায়।। মন নিগমন গৌরী ভাবের প্রকাশে। এক মুখে কি কহিব যদুনাথ দাসে।। keyboard_arrow_right
  • আমার জালর ঘাটে নিল না নিল না
    আমার জালর ঘাটে নিল না নিল না মনোবাসনা পূর্ণ হইল না।। কলসী লইয়া কাঁখে কালা কালা করি ডাকে। কলঙ্কী রাধিকার পানে শ্যাম চান্দে চাইল না।। পন্থে ছিলাম দাঁড়াই আমি কালায় সঙ্গে নিব বলি। পন্থে ছাড়ি গেল আমায় প্রাণে কেন মাইল না।। উদাসী তস্নায় বলে বসি আজি বড় চতুলে। কালা কালা ডাকি মরি কালা চান্দ আইল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ