আপনা জ্বালায় প্রাণ বাঁচে না ভাবতে আছ পরের দায়, দিন যায়, মন তুমি বসিয়া রইলে কার আশায়। মনরে, মায়াজালে বন্দি হইয়ে বেড়ি দিলে আপন পায়, বেড় লাগাই মাকড়ের আশে ঠেক্বেরে আউলা সূতায়। মনরে, পুত্র জন সুজন হইলে ভালবাসে পিতামাতায়, আপনা শরীর কাহিল হইলে ডাক দিয়া যমকে বিলায়। মনরে, শ্রীনাথপুরে সন্ধ্যা হইলে চলি যাবে মথুরায়, চোখের […]
keyboard_arrow_right