আনের পরাণ বন্ধু, আনের অন্তরে থাকে, আমার পরাণ তুমি। তিল আধ না দেখিলে, ও চান্দ বদন, মরমে মরিয়ে আমি।। মণি নও মানিক নও, গলায় বাঁধিয়া থোব, ফুল নও চূড়ার করি বেশ। নারী না করিত বিধি, তোমা হেন গুণনিধি, লইয়া ফিরিতুঁ দেশ দেশ।। যথাকারে যাবে তুমি, তথাকারে যাব আমি, ছাড়িয়া না দিব এক পা। বাজন নূপুর […]
keyboard_arrow_right