আনন্দে ভকতগণ দেই জয়রব। শ্রীবাস পণ্ডিতঘরে মহামহোৎসব।। পঞ্চগব্য পঞ্চামৃত শত ঘট জলে। গৌরাঙ্গের অভিষেক করে কুতূহলে।। রতন বেদীর পর বসি গোরাচান্দ। অপরূপ রূপ সে রমণীমনফান্দ।। শান্তিপুরনাথ আর নিত্যানন্দ রায়। হেরিয়া গৌরাঙ্গমুখ প্রেমে ভাসি যায়।। মুকুন্দ মুরারি আদি সুমধুর গায়। হরি বলি হরিদাস নাচিয়া বেড়ায়।। কহে কৃষ্ণদাস গোরাচাঁদের অভিষেক। নদীয়ার নরনারী দেখে পরতেক।।
keyboard_arrow_right