• আদরে নাগর ধনীমুখ হেরইতে
    আদরে নাগর ধনীমুখ হেরইতে অবনত মুখ করু রাই। পরশিতে পাণি তরসি ঘন উঠত চঞ্চল চহুঁ দিশ চাই।। সুন্দরী বিছুরল পূরবক কেল। চির দুখে প্রিয় হেরি দুখ সুখ ভূলল যৈছন নওল মেল।। ভুজযুগ পাশে আগোরল নাগর নিবিড় আলিঙ্গন দেল। হরি তনু পরশে হরষে ধনী ভূলল মনমথ উনমত ভেল।। হসি হসি উলসি বয়ন শশি চুম্বই চিবুকে স্বেদ […] keyboard_arrow_right
  • আধ আধ অঙ্গ মিলল রাধা কানু
    আধ আধ অঙ্গ মিলল রাধা কানু। আধ-কপালে শশী আধ-ভালে ভানু।। আধ-গলে গজ মোতি আধ বন-মালা। আধ নব গৌর-তনু আধ চিকণ কালা।। আধ-অঙ্গে পীতবাস আধ নীল সাড়ি। আধ-ভুজে বলয়া আধ-ভুজে নীল চুড়ি।। আধ-অঙ্গে হিলাহিলি ঘেরাঘেরি বাহু। গোবিন্দ কহে চান্দ গরাসল রাহু।। keyboard_arrow_right
  • আধ নয়ন কএ তহুকর আধ
    আধ নয়ন কএ তহুকর আধ। কতবে সহব মনসিজ অপরাধ কা লাগি সুন্দরি দরসন ভেল। জেও ছল জীবন সেও দূর গেলা।। হরি হরি কঞোন কএল হমে পাপ। জে সবে সুখদ তাহি তাপ।। সব দিস কামিনি দরসন জাএ।। তইঅও বেআধি বিরহ অধিকাএ।। কঞোনক কহব মেদিনি সে থোল। সিব সিব এহি জনম ভেল ওল।। keyboard_arrow_right
  • আন ছলা করি জলেরে যাই
    আন ছলা করি জলেরে যাই। সো নব কিশোরী বরজ রাই।। কনক গাগরী লইয়া কাঁখে। ঐছন চলল যমুনা-মুখে।। চলিতে না পারে সুখের সরে। যেন রসভরে খসিয়া পড়ে।। পুলক না মানে সকল তনু। উথলি উথলি চলত দুনু।। হেরল নাগর তরুয়া মূলে। দুহে দুহা ভেল কটাক্ষ হেলে।। বঙ্কিম নয়নে নয়নে মেল। রসপর কথা দুজনে ভেল।। সঙ্কেত করল কদম্ব-বনে। […] keyboard_arrow_right
  • আন জন যত বলে
    ”আন জন যত বলে। সে সব সৌরভ এ চূয়া চন্দন করিয়া লইয়াছি হেলে।। তুমি মোর ধনি নয়ন অঞ্জন দুটি সে আঁখির আঁখি। যবে তিল আধু তোমারে না দেখি মরমে মরিয়া থাকি।। শয়নে ভোজনে নয়নে নয়নে আঁখির গোচর যবে। তবে কি পরাসে জীবই জীবনে পরাণ না রহে তবে।। তেজি আন পথ গোপত আরোপি সকল তোমার পায়। […] keyboard_arrow_right
  • আন পরসঙ্গ স্বপনে না করে
    আন পরসঙ্গ স্বপনে না করে আনে না পাতয়ে কান। দিঠে দিঠে রহে নিমিখ না সহে নিরখে মঝু বয়ান।। কি না সে বন্ধুর পিরীতি কিরিতি কহিতে কহিব কী। সে সব চরিতে কত উঠে চিতে পরাণ নিছনি দী।। খেনে খেনে তনু পুলকে আকুল তিলেক না ছাড়ে সঙ্গ। হাসির মিশালে রসের আলাপ অমিয়া সিনায় অঙ্গ।। এক করে মোরে […] keyboard_arrow_right
  • আনন দেখি ভান মোহি লাগল জিনি সরসিজ জিনি চন্দা
    আনন দেখি ভান মোহি লাগল জিনি সরসিজ জিনি চন্দা। সরসিজ মলিন রয়নি দিন সসধর, ই দিন রয়নি সানন্দা।। রূপে রূপে হিনুকি রেখা। এহি সময় দৈবে আননহি বিহলে এসন বুঝিঅ বিসেখা।। অনুপম রূপ ঘটইতে সব বিঘটল জত ছল রূপক সারে। সে জানি দৈবে আনি কএ নিরমল কামিনি অন্ত ন ভারে।। keyboard_arrow_right
  • আনন লোনুঅ বচনে বোলএ হঁসি
    আনন লোনুঅ বচনে বোলএ হঁসি। অমিঅ বরিস জনি সরদ পুনিমা সসি।। অপরুব রূপ রমনিআঁ । জাইতে দেখলি গজরাজ গমনিআঁ।। কাজরে রঞ্জিত ধবল নয়ন বর ভমর মিলল জনি অরুন কমল দল। ভান ভেল মেহি মাঁঝ খীনি ধনি। কুচ সিরিফল ভরে ভাঁগি জাতি জনি।। কবিশেখর ভন অপরুব রূপ দেখি। রাএ নসরদ সাহ ভজলি কমলমুখি।। keyboard_arrow_right
  • আনন্দ কন্দ নিতাই চন্দ
    আনন্দ কন্দ নিতাই চন্দ অরুণ নয়ন বরুণছন্দ করুণ পূর সঘনে ঝুর হরি হরি ধনি বোল রে। নটন রঙ্গ ভকত সঙ্গ বিবিধ ভান রসতরঙ্গ ঈষত হাস মধুর ভাষ সঘনে গীম দোল রে।। পতিত কোর জপত গৌর এ দিন রজনি আনন্দে ভোর প্রেম রতন করিয়া যতন জগজনে করু দান রে। কীর্ত্তন মাঝ রসিকরাজ যৈছন কনয়াগিরি বিরাজ ব্রজবিহার […] keyboard_arrow_right
  • আনন্দ ছাড়িয়া আনল জারল
    আনন্দ ছাড়িয়া আনল জারল আন কি পরাণে সয়ে। আনহ গরল হইয়া সরল আন কি পরাণে সয়ে।। আন আন ছলে আন কুতূহলে করিথু আনহি খেলা। আন জনা কত কহিথু বেকত আন দিথ অতি জ্বালা।। আনপানা সব থান কি দিয়াছে তোর। আন সত করি তোমার কারণে আন করি যাই ভোর।। আনল জ্বালিলে আনন্দের ঘরে আন কি জানিয়ে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ