আট রন্ধ্রে আট গুণের মহিমা পাঁচ রস করে গান। এ রাগ-রাগিণী প্রথম আঁখর কনিষ্ঠ আঙ্গুলি তান।। তানে মধু আছে অঙ্গুলির কাছে অতি সে সুস্বর বটে। রাই-করে ধরি রসিক মুরারি গানের মাধুরী উঠে।। “গাও গাও কিছু মধুর মধুর কালিয়া আঁখর শুনি।” প্রেমরসে রাধা আবেশ হইয়া কহেন একটি বাণী।। রাধা-শ্যাম বলি বাজয়ে মুরলি যমুনা উজান ধরে। খগ […]
keyboard_arrow_right