আজু হাম পেখলুঁ কালিন্দীকূলে। তুয়া বিনু মাধব বিলুঠই ধূলে।। কত শত রমণী মনহি নাহি আনে। কিয়ে বিখদাহ শময়ে জলদানে।। মদনভুজঙ্গমে দংশল কান। বিনহি অমিয়ারস কি করব আন।। কুলবতী ধরম কাচ সমতুল। মদন দালাল ভেল অনুকূল।। আনল বেচি নীলমণিহার। সো তুম পহিরি করহ অভিসার।। নীলনিচোলে ঝাঁপহ নিজ দেহ। জনু ঘনভিতরে দামিনীরেহ।। চৌদিকে চতুরি সখী চলু সঙ্গে। […]
keyboard_arrow_right