আজু গেনু বনে, ধেনুগণ সনে, মোহন যমুনা কুল। নিকুঞ্জে দেখিলু, ফুটাছে বিমল, কনক চাঁপার ফুল।। তোমার বরণ, মনেতে পড়িল, মুরছি পড়িলু ভূমে। সঙ্গে সখাগণ, না জানে মরম, বেড়িয়া কান্দয়ে প্রেমে।। কান্দনা শুনিয়া, চেতন পাইয়া, উঠিলু খণেক রয়্যা। মুরছি পড়িনু, সভায়ে কহিনু, জ্ঞানদাসে কহে ইহা।।
keyboard_arrow_right