আজু কানাই হারিল দেখ বিনোদ খেলায়। সুবলে করিয়া কান্ধে বসন আঁটিয়া বান্ধে বংশীবটের তলে লইয়া যায়।। শ্রীদাম বলাই লৈয়া চলিতে না পারে ধাইয়া শ্রম-জল-ধারা বহে অঙ্গে। এখন খেলিব যবে হইব বলাইর দিগে আর না খেলিব কানাইর সঙ্গে।। কানাই না জিতে কভু জিতিলে হারয়ে তভু হারিলে জিতয়ে বলরাম। খেলিয়া বলাইর সঙ্গে চড়িব কানাইর কান্ধে নহে কান্ধে […]
keyboard_arrow_right