আজু কেন অন্ধকার বদন চান্দ।। ধু জ্যোতিহীন দেখি মুখ, বিদরে দারুণ বুক, শিরেতে লাগিল বজ্রাঘাত। কোন দুঃখে মনে দাগ, দান দিমু যেই মাগ, হাসি বাঁশী ফুক হরিনাথ। যদি হরি মধু হাসে, কোটি জন্ম পাপ নাশে, বিরাহিনী বাঞ্ছা হয় পূর। পদ্মনাভ জগস্বামী, নধর যৌবনী আমি, সেইপদ নিছনি যাম্ দূর। গুরু কৃপা সিন্ধু জলে, হীন আলিরাজা বোলে, […]
keyboard_arrow_right