• আজ পরসন মুখ ন দেখএ তোরা
    আজ পরসন মুখ ন দেখএ তোরা। চিন্তাঞে সহজ বিকল মন মোরা।। আএল নয়ন হটিএ কাঁ লেসী। পছিলাহু জকে হসি উতরো ন দেসী।। এ বর কামিনি জামিনি গেলী। অরথিতে আরতি চৌগুন ভেলী।। চন্দা পছিম গেল পরগাসা। অরুন অলঙ্কৃত পুরন্দর ভাসা।। মানিনি মান কওন এহু বেরী। তিলা এক আড়েহু ডীঠি হল হেরী।। সয়নক সীম তেজি দূর জাসী।। […] keyboard_arrow_right
  • আজ পুনিমা তিথি জানি মোয়ে ঐলিহু
    আজ পুনিমা তিথি জানি মোয়ে ঐলিহু উচিত তোহর অভিসার। দেহজোতি সসিকিরন সমাইতি কে বিভিনাবএ পার।। সুন্দরি অপনহু হৃদয় বিচারি। আঁখি পসারি জগত হম দেখলি কে জগ তুঅ সম নারি।। তোহেঁ জনি তিমির হীত কএ মানহ আনন তোর তিমিরারি। সহজ বিরোধ দূর পরিহরি ধনি চল উঠি জতএ মুরারি।। দূতীক বচন হীত কএ মানল চালক ভেল পঁচবান। […] keyboard_arrow_right
  • আজ পেখলু ধনি তোহারি বড়াই
    আজ পেখলু ধনি তোহারি বড়াই । তুয়া সম রমনি ভুবনে অরা নাই।। কত কত রমনি কানুক সঙ্গ। অনুখন করই তোহারি পরসঙ্গ।। হম কহল কিছু তোহারি সম্বাদ। চৌদিকে না হেরি তোহারি মুখ সাধ।। তুয়া গুন কহই রমনিগন আগে। বুঝলম নিচয় তোহারি অনুরাগে।। ছল ছল নয়ন ভেল আন। ভাবে ভরল রহু তোহারি ধেয়ান।। ভণয়ে বিদ্যাপতি এহি বিচার। […] keyboard_arrow_right
  • আজ বাঁশির স্বরে রে সাম আজ বাঁশির স্বরে
    আজ বাঁশির স্বরে রে সাম আজ বাঁশির স্বরে।। কলঙ্কিনী মন উদাসী করিলায় আমারে রে। ধু কানাইর বাঁশিয়ে রাধা খুশি রইলে রাধার ঘরে, নিশাকালে কদমতলে বাজে মধু স্বরে কানু রাধা নয়নে জুদা থাকইন এক বাসরে, বাঁশি লইয়া টানাটানি নিকুঞ্জ মন্দিরে। জলের ছলে রাধা গেলে যমুনার কিনারে, কানাই তার সঙ্গের সাথী ঝাকাঝুরি করে। পাগল আরকুমে বলে যৈবন […] keyboard_arrow_right
  • আজ ব্রজপুরে কোন পথে যাই
    আজ ব্রজপুরে কোন পথে যাই ও তাই বল রে স্বরূপ বল রে তাই। আমার সাথের সাথী আর কেহই নাই।। কোথা রাধে কোথা কৃঞ্চধন, কোথায় যে তার সব সখীগণ, আর কতদিন চলিলে সে চরণ পাই।। যার লেগে আজ মুড়িয়েছি মাথা,তারে পেলে যায় মনের ব্যথা, কি সাধনে সে চরণে পাবো ঠাঁই।। তোমার যত স্বরূপগণেতে বর দে কৃষ্ণের […] keyboard_arrow_right
  • আজ মোয়ঁ জানল হরি বড় মন্দ
    আজ মোয়ঁ জানল হরি বড় মন্দ। বোল বদন তোর পুনিমক চন্দ।। একে দিনে পুরিত দিনহু দিনে খীন। তা সয়ঁ তুলনা হরি হমে দীন।। বইসলি অধোমুখি চিতেঁ গুন দন্দ। একে বিরহিনি হে দোসরে দহ চন্দ।। নয়ন নীর ঢর পানি কপোল। খনে খনে মুরুছি ভরম কত বোল।। সখি চেতাউলি অবধিক আস। রিপু রিতুরাজ তজ ঘন সাঁস।। keyboard_arrow_right
  • আজ মোয় জাএব হরি সমাগম
    আজ মোয় জাএব হরি সমাগম কত মনোরথ ভেল। ঘর গুরুজন নিন্দ নিরূপইত চন্দ উদয় দেল।। চন্দা ভলি নহি তুঅ রীতি। এহি মতি তোহে কলঙ্ক লাগল কিছূ ন গুনহ ভীতি।। জগত নাগরি মুখ জিতল জব গগন গেলা হারি। তহঁ ওঁ রাহু গরাস পড়লা দেব তোহ কি গারি।। এক মাস বিহি তোহি সিরিজএ দএ সকলও বল। দোসর […] keyboard_arrow_right
  • আজ রাধার ঘরে রে সাম আজ রাধার ঘরে
    আজ রাধার ঘরে রে সাম আজ রাধার ঘরে আসলে পরে মধুদান করিব তুমারে। ধু গুলাব মাধবী চাম্পার খুসব উড়ে বাহারে, ভ্রমর হইয়া উড়িয়া আসি খাইয়া যাও তারে। যুবতী বধূর কমলামধু উতুলিয়া পড়ে, তুমি বিনে যৈবন দান করিব কাহারে। পাগল আরকুম বলে কুল মজিলে কে পুছিব কারে, দিন থাকিতে মাশুক যে জন ডাকিয়া লও তারে। keyboard_arrow_right
  • আজগবি বৈরাগ্য-লীলা দেখতে পাই
    আজগবি বৈরাগ্য-লীলা দেখতে পাই। হাত বানান চুল দাড়ি জট কোন ভাবুকের ভাব রে ভাই।। যাত্রার দলেতে দেখি বেশ করিয়ে হয় রে যোগী, ঠিক যেন সে জাল বৈরাগী বাসায় গেলে কিছুই নয়।। ফকীর-বৈষ্ণরের তরে ভক্তিকে র্ভৎসনা করে, নইলে কেন বেহাল পরে বোল্‌লে কিছু শুনতে পাই।। না জানি এই কলির শেষে আর কত রং উঠবে দেশে, লালন […] keyboard_arrow_right
  • আজি অদভূত তিমির-রঙ্গ
    আজি অদভূত তিমির-রঙ্গ আপনি না চিনি আপন অঙ্গ নিরখি রাইক মন-মাতঙ্গ অঙ্কুশ নাহি মান রি। সাজল ধনি শ্যাম-বিহার শিথিলীকৃত কবরি-ভার নীলোৎপল-রচিত হার কণ্ঠহি অনুপাম রি।। নীল বসন সোণার গায় মেঘে কি বিজুরি লুকিয়া যায়, মদন-দীপ পথ দেখায় অনুরাগ আগুয়ান রি। পরিমল পাই ভমর কুঞ্জ বেঢ়ল আসি চরণ-কঞ্জ মন্দ মন্দ মধুর গুঞ্জ; লালস মধু-পান রি।। মুখ-মণ্ডল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ